
কুমিল্লা জেলা প্রতিনিধি :- কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শিবপুর গ্রামে শাশুড়ীকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত জামাতা জামাল সিকদারকে গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামাল সিকদারকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


