শিরোনাম
লালমনিরহাট হাতিবান্ধা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ কুমিল্লায় সাংবাদিক মওদুদ”কে হামলা ও হয়রানীর নিন্দা জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা “একজন ফেলানী খাতুন ও একটি মানচিত্র” বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তে রাষ্ট্রীয় সহিংসতার দীর্ঘ ছায়া আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জাকির গ্রেপ্তার নওগাঁয় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া কুড়িগ্রাম সীমান্তে ফেলানী হত্যার ১৫ বছর আজ বিচারের অপেক্ষায় পিতা-মাতা এএসপির বিরুদ্ধে ‘মারধরের’ অভিযোগ: নেপথ্যে বাসে টিকিট জালিয়াতি ও যাত্রী হয়রানি নওগাঁয় বিএনপির দুই নেতাকে সাময়িক বহিষ্কার ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ: আসিফ নজরুল এনসিপিকে ১০ আসন ছাড়ার প্রসঙ্গে এবার মুখ খুললো জামায়াতে ইসলামী

টাকা ছিনিয়ে নিতে হত্যা করা হয় খোকন দাসকে: র‍্যাব

Chif Editor

নিজস্ব প্রতিবেদক :- শরীয়তপুরের ডামুড্যায় আলোচিত গ্রাম্য চিকিৎসক ও ব্যবসায়ী খোকন দাসকে ছুরিকাঘাত শেষে শরীরে আগুন দিয়ে হত্যার ঘটনায় তিন অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। টাকা ছিনিয়ে নিতে অভিযুক্তরা খোকন দাসের হত্যার ঘটনা ঘটিয়েছে বলে জানায় র‍্যাব।

আজ রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর র‍্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৮ এর অধিনায়ক কমান্ডার শাহাদাত হোসেন।

এর আগে, শনিবার দিনগত মধ্যরাতে তাদের কিশোরগঞ্জের পূর্ব পৈলানপুরের বাজিতপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান (২৭) ও সামছুদ্দিন মোল্যার ছেলে রাব্বি মোল্যা (২১) ও শহীদ সরদারের ছেলে পলাশ সরদার (২৫)।

র‍্যাব জানায়, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতের শিকার হন ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকার বাসিন্দা ঔষধ বিক্রেতা ও মোবাইল ব্যাংকিং বিকাশের এজেন্ট খোকন দাস। এসময় তিনি হামলাকারীদের চিনে ফেললে তার শরীর ও মুখে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে হত্যার চেষ্টায় চালায়। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যায়।

এ ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে খোকন দাসের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান (২৭) ও সামছুদ্দিন মোল্যার ছেলে রাব্বি মোল্যা (২১) শহীদ সরদারের ছেলে পলাশ সরদারের (২৫) বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে, ঘটনার পরপরই গা ঢাকা দেন অভিযুক্তরা। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের কিশোরগঞ্জের পূর্ব পৈলানপুরের বাজিতপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব সদস্যরা। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ডামুড্যা থানায় পাঠানোর কথা জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৮ এর অধিনায়ক শাহাদাত হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন দাসের কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে অভিযুক্তরা। আরও অধিকতর তদন্তের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। পরবর্তীতে তাদের সংশ্লিষ্ট থানায় তুলে দেয়া হবে।

Leave a Reply