
অনলাইন ডেস্ক :- শরীয়তপুরে দুই বছর পাঁচ মাস আগে ঘটে যাওয়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হৃদয় খান নিবিড় হত্যার মামলায় আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং এক ১৬ বছর বয়সী কিশোরকে ২১ বছরের আটকাদেশ দিয়েছে।
রায় ঘোষণা করেছেন শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ হাফিজুর রহমান, মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- শাকিল হোসেন গাজী (১৯) ও সিয়াম হোসেন (২০)। ২১ বছরের আটকাদেশপ্রাপ্ত: ১৬ বছর বয়সী কিশোর.
আসামিপক্ষের আইনজীবী উচ্চ আদালতে আপিলের ঘোষণা দিয়েছেন।
পুলিশি হেফাজতে আসামিদের আনা হলে জনতা হামলার চেষ্টা চালায়, যা পুলিশ নিয়ন্ত্রণে আনে।
হৃদয় খানের বাবা মনির হোসেন খান বলেন, “দীর্ঘদিন পর ন্যায়ের বাস্তবায়ন হলো, আশা করি দ্রুত রায় কার্যকর হবে।”
পাবলিক প্রসিকিউটর কামরুল হাসান বলেন, “বাদীর এজাহার, সাক্ষীদের সাক্ষ্য এবং আসামীদের স্বীকারোক্তি অনুযায়ী আদালত দুইজনকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের আটকাদেশ দিয়েছে। দ্রুত রায় কার্যকর করলে অপরাধীরা আর এ ধরনের অপরাধ করতে পারবে না।”



