শিরোনাম
মাগুরা গ্রুপের পক্ষ থেকে ১৫০০ হাজার শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরন “কুমিল্লা-৬ আসনে বিএনপি প্রার্থীর উঠান বৈঠক, খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা” লালমাইয়ে আর্থিক সুবিধা নিয়ে আওয়ামী দোসর মাহামুদা আক্তার ও স্বামী আবু তাহের রনিকে বাঁচাতে মরিয়া ওরা কারা পাবনার ভাঙ্গুড়ায় কেমিক্যাল মিশ্রিত ভেজাল মধু জব্দ করে জন সন্মুখে ধব্বংস নিখোঁজের ১২ দিন পর মুরাদনগরে অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার পাবনার ভাঙ্গুড়ায় সরিষা ক্ষেতে ব্যস্ত মৌচাষিরা, কোটি টাকার মধু উৎপাদনের সম্ভাবনা গঙ্গাচড়ায় গ্রোয়েন বাঁধ-কেটে তিস্তা চর লুটপাট, নদী ও জনপদ ধ্বংসের খেলায় সিন্ডিকেট নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ: গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে আটক ব্যক্তির মৃত্যুর ঘটনায় আইএসপিআরের বিবৃতি কেন এনসিপি ছাড়লেন, জানালেন তাসনিম জারা

পাবনার ভাঙ্গুড়ায় কেমিক্যাল মিশ্রিত ভেজাল মধু জব্দ করে জন সন্মুখে ধব্বংস

Chif Editor

বিশেষ প্রতিনিধি :- পাবনার ভাঙ্গুড়ায় কেমিক্যাল মিশ্রিত ভেজাল মধু জব্দ করে তা জন সন্মুখে ধব্বংস করেছে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান। বিখ্যাত চলনবিল অঞ্চলের পাবনার ভাঙ্গুড়া উপজেলার প্রত্যান্ত এলাকা খানমরিচ ইউপি’র দুধবাড়িয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনা সূত্রে জানা গেছে,চিনি, ফিটকিরি ও কেমিক্যাল মিশিয়ে নকল মধু তৈরি করে দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছিলেন মোঃ রমজান আলী নামে এক অসাধু মধু ব্যবসায়ী. মঙ্গলবার (১৩জানুয়ারী) ভোর ৫টার দিকে এলাকাবাসী সংবাদ পেয়ে ৪১ টি ঢোপে (৫০-৫৫কেজি ধারণ ক্ষমতা) প্রায় ৫১ মন নকল মধু সহ ওই ব্যবসায়ীর গাড়ি আটকিয়ে রাখে।

সংবাদ পেয়ে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মিজানুর রহমান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই মধু জব্দ করেন।এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চিহৃিত ভেজাল অসাধু মধু ব্যবসায়ী মোঃ রমজান আলী পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন, ইতি পূর্বেও মোঃ রমজান আলী নকল মধু সহ পুলিশের হাতে আটক হয়ে কারাভোগ করেন।

এলাকাবাসী আরো জানান, উপজেলার খানমরিচ ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের বাসিন্দা মোঃ রমজান আলী মৌমাছি চাষের সঙ্গে জড়িত। মূলত তিনি মৌচাষকে কেন্দ্র করে নকল মধু তৈরি করে বাজারজাত করেন।চিনি ও ফিটকিরি সহ বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে তিনি নকল মধু তৈরি করেন।এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর ৫টার দিকে খানমরিচ ইউনিয়নের দুধবাড়িয়া গ্রামে মৌচাষি খামারের পাশে ১ মেট্রিক টন মধু বাজারজাত করার উদ্দেশ্যে নকল মধু তৈরি শুরু করে মোঃ রমজান আলী। পরে স্থানীয় বাসিন্দারা জানতে পেরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ২ হাজার ৫০ কেজি নকল মধু সহ মোঃ রমজান আলী কে আটক করে থানা পুলিশ কে খবর দেওয়া হয়। কিন্তু পুলিশ ও প্রশাসন পৌঁছনোর আগেই মোঃ রমজান আলী পালিয়ে যান। পরে প্রশাসন মোঃ রমজান আলী কে না পেয়ে নকল মধুগুলো একটি খালে ঢেলে দেন এবং খালি ড্রাম স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন কে স্থানীয় একটি এতিমখানার মাদরাসায় দিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেন।

ইউপি চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন বলেন, ‘মোঃ রমজান আলী দীর্ঘদিন ধরে এই নকল মধুর ব্যবসা করছেন। এলাকাবাসীর সচেতনতায় তিনি ধরা পড়েছেন।ভবিষ্যতে তিনি যেন এ কাজ করতে না পারেন তার ব্যবস্থা নেওয়া উচিত।’ সহকারী কমিশনার (ভূমি)ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান বলেন,‘স্থানীয় বাসিন্দারা নকল মধু তৈরিকারী ব্যবসায়ী মোঃ রমজান আলীর নাম বললেও ঘটনাস্থলে তাকে পাওয়া যায়নি। তাই ভ্রাম্যমাণ আদালতে তাকে শাস্তি দিতে পারেনি।তবে পুলিশ কে মোঃ রমজান আলীর ওপর নজর রাখতে বলা হয়েছে।’

Leave a Reply