শিরোনাম
কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো গড়তে চাই নতুন ও নিরাপদ বাংলাদেশ: তারেক রহমান এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন-গণভোট উপলক্ষ্যে চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান সিলেটে জনাব তারেক রহমানের জনসভায় উৎসবমুখর পরিবেশে জমে উঠছে জনসমুদ্র ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জামায়াত নেতা, এড. মাসুদুল হক মাসুম পিস্তল ও চাকুসহ গ্রেফতার-০২

ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময়

Chif Editor

জীবন আহমেদ ফারুক, মানিকগঞ্জ প্রতিনিধি :- আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মানিকগঞ্জের ঘিওরে সাংবাদিকদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সকাল ১০ টায় ঘিওর প্রেসক্লাবের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এ মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়।

সভায় সেনাবাহিনীর পক্ষে বক্তব্য দেন, ঘিওর সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর-মেজর আসিফ ইকবাল। তিনি বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য পারস্পরিক পরিচিতি, বোঝাপড়া এবং মানিকগঞ্জ -১ আসন তথা -ঘিওর, দৌলতপুর, শিবালয় উপজেলার শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা জোরদার করা।

সাম্প্রতিক সময়ে গুজব, অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়িয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টি করার অপচেষ্টা নিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনের এ প্রেক্ষাপটে গণমাধ্যম অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম, যার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, বিভ্রান্তি রোধ এবং সত্য প্রতিষ্ঠা করা সম্ভব। ঘিওর উপজেলার প্রতিটি এলাকায় সহিংসতাসহ সকল অপরাধ দমনে সেনা বাহিনী টহল অব্যাহত রেখেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে নিরপেক্ষ তথ্য উপস্থাপন এবং জননিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য সেনাবাহিনীকে জানাতে অনুরোধ জানানো হয়। উপস্থিত গণমাধ্যমকর্মীরা সেনাবাহিনীর এ সৌহার্দপূর্ণ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় আরও বক্তব্য দেন- মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য এবং ঘিওর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার কার দিপু, ঘিওর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সিদ্দিকুর রহমান , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন – সাংবাদিক সোহেল রানা খন্দকার, মাই টিভির মহসিন খান হিরা, দৈনিক ইনকিলাবের আজিম মিয়া, দৈনিক যায়যায়দিন এর শরিফুল ইসলাম শ্রাবণ, দৈনিক প্রতিদিনের কাগজের হানিফ মোল্লাসহ অনেকেই উপস্থিত ছিলেন। এ সম্পর্ক মানিকগঞ্জ জেলার ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার স্থিতিশীলতা ও অগ্রগতিতে একটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে সবাই অভিমত ব্যক্ত করেন। পরে , আগামী জাতীয় সংসদ নির্বাচনে গনমাধ্যম কর্মীদের ভূমিকা নিয়ে নানা বিষয়ে ঘিওর প্রেসক্লাবের সাংবাদিকরা মত বিনিময় করেন।

Leave a Reply