শিরোনাম
বুড়িচং মোকাম ইউনিয়নে জাসাস”র কমিটি গঠন, আহ্বায়ক আঃ মালেক, সি-যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেন বরিশালের “বীরপুরুষ” হাসানাত-দুদকের জালে এবার “অপরাজিত” নেতা! রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় আদিবাসী যুবকের মৃত্যু  পটুয়াখালীতে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও আর্থিক সহায়তা বিতরণ ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী রংপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রংপুরে টাইফয়েড টিকা (টিসিভি)-২৫,গণমাধ্যমকর্মীদের সাথে পরামর্শ কর্মশালা আগুনের ভেতর রাজনীতি, ছাইয়ের ভেতর উন্নয়ন-এটাই আধুনিক বাংলাদেশ! রংপুরে দাদন ব্যবসায়ীর হামলায় ১২ পরিবার বাড়ি ছাড়া প্রতিবন্ধীদের চিকিৎসা ও পূনর্বাসনে দীপশিখার ১৪টি পূনর্বাসন স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন

গুলশানের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Shariful Haque Pavel

রাজধানীর গুলশান এলাকায় অবৈধ মাদকের বেচাকেনায় আধিপত্য ধরে রেখেছিল বিপ্লব মজুমদার@ শাওন  (২৮)। সে দীর্ঘদিন যাবত গুলশান এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তার নামে এখন পর্যন্ত সাতটি মাদক মামলা রুজু হয়েছে।

এই মাদকের গডফাদারকে গ্রেপ্তারের জন্য র‍্যাব-৩, সিপিসি-৩ দীর্ঘদিন যাবত গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৩, সিপিসি ০৩ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বিকেল ৪ টায় ডিএমপি ঢাকার কলাবাগান থানাধীন সেন্ট্রাল রোড ৭৪/১ ছন্দনীড় থেকে মাদক মামলায় পলাতক এজহারভুক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

উল্লেখ্য, আসামি শাওন পূর্ব থেকেই রাজধানীর কলাবাগান থানাধীন সেন্ট্রাল রোড ৭৪/১ ছন্দনীড় এর একটি ভাড়া ফ্লাটে অবস্থান করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল ফ্লাটের সামনে পৌছালে ধৃত আসামি কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উপস্থিত জনসম্মুখে  আটক করা হয়।

আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গুলশান থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply