শিরোনাম
সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে ফেনীতে বিএমইউজের প্রতিবাদ সভা ঢাকা কলেজে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি হবিগঞ্জে শিশু তামিম নিখোঁজের নয় ঘন্টা পর উদ্ধার মরদেহ টেন্ডার ছাড়াই হচ্ছে সংস্কার উন্নয়ন প্রকল্পের কাজ! বাস্তবায়ন কমিটিতে সভাপতি পদে আউটসোর্সিং এসও সিরাজগঞ্জে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা প্রাথমিকের শিক্ষার্থীদের নিয়ে বিজয় মিছিল করে তোপের মুখে বিএনপি নেতা খিলগাঁওয়ে একটি প্লটকে কেন্দ্র করে এলাকা জুড়ে উত্তেজনা কুমিল্লায় আইনজীবী হত্যার ঘটনায় সাবেক এমপি, মেয়রসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট সাংবাদিক তুহিন হত্যা মামলার আসামি দ্রুত গ্রেফতারে পুলিশ সদস্যদের পুরস্কৃত সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের নাশকতার মামলায় জাকির গ্রেফতার

গাজীপুরে সাংবাদিক হত্যা: ১৫ দিনের মধ্যে চার্জশিটের আশ্বাস জিএমপি কমিশনারের

S M Rashed Hassan

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরে সম্প্রতি সাংবাদিক হত্যা ইস্যুতে সুরক্ষা দিতে ব্যর্থ হওয়া ক্ষমা প্রার্থনা করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (জিএমপি) ডিআইজি ড. মো. নাজমুল করিম খান। এমনকি আগামী ১৫ দিনের মধ্যে তিনি এ মামলার চার্জশিট দেয়ার আশ্বাসও দিয়েছেন।

আজ শনিবার (৯ আগস্ট) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়াটার্সে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জিএমপি কমিশনার বলেন, জুলাই আন্দোলনের গাজীপুরে অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষ বেকার। এ কারণে এই এলাকায় অপরাধ বেড়েছে।

এর আগে গত রাতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি অভিযুক্ত ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, স্বাধীন, আল আমিন, হাসান, শাহজালাল এবং সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিন সকালে গাজীপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, সংঘবদ্ধ অপরাধী চক্রের ছিনতাই দেখে ফেলায় কুপিয়ে হত্যা করা হয় গাজীপুরের সাংবাদিক তুহিনকে।
গতরাতে তুহিন হত্যাকাণ্ডের অন্যতম আসামি স্বাধীনকে মহানগরীর শিববাড়ী এলাকা থেকে গ্রেপ্তারের পর এ তথ্য জানায় র‍্যাব।

উল্লেখ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বাধীন এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানায় র‍্যাব।

Leave a Reply