শিরোনাম
সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে ফেনীতে বিএমইউজের প্রতিবাদ সভা ঢাকা কলেজে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি হবিগঞ্জে শিশু তামিম নিখোঁজের নয় ঘন্টা পর উদ্ধার মরদেহ টেন্ডার ছাড়াই হচ্ছে সংস্কার উন্নয়ন প্রকল্পের কাজ! বাস্তবায়ন কমিটিতে সভাপতি পদে আউটসোর্সিং এসও সিরাজগঞ্জে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা প্রাথমিকের শিক্ষার্থীদের নিয়ে বিজয় মিছিল করে তোপের মুখে বিএনপি নেতা খিলগাঁওয়ে একটি প্লটকে কেন্দ্র করে এলাকা জুড়ে উত্তেজনা কুমিল্লায় আইনজীবী হত্যার ঘটনায় সাবেক এমপি, মেয়রসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট সাংবাদিক তুহিন হত্যা মামলার আসামি দ্রুত গ্রেফতারে পুলিশ সদস্যদের পুরস্কৃত সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের নাশকতার মামলায় জাকির গ্রেফতার

তুহিন হত্যার বিচারের দাবিতে নবীনগর প্রেসক্লাবের মানববন্ধন

Shariful Haque Pavel

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: 

নির্ভীক সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুর ১টায় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এবং সঞ্চালনা করেন শাহনূর খান আলমগীর।

এসময় বক্তব্য দেন সিনিয়র সহ সভাপতি তাজুল ইসলাম,সহসভাপতি জ.ই বুলবুল, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন,প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, ,সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল,সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পিয়াল হাসান রিয়াজ,সাংবাদিক আবু কাউছার,এম কে জসিম উদ্দিন,রিপোটার্স ক্লাবের সভাপতি শাহিন রেজা টিটু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরিফ, সাংবাদিক জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন,খলিলুর রহমান, হুমায়ন কবির, কাউসার আলম, মিঠু সুত্রধর পলাশ, জামাল হোসেন পান্না, সাংবাদিক রুবেল ভূইয়া সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং উপজেলা সকল ক্লাবের সদস্যবৃন্দ ।

মানববন্ধনে বক্তারা বলেন, তুহিন ছিলেন একজন সৎ ও সত্যনিষ্ঠ সংবাদকর্মী, যিনি দীর্ঘদিন নানা চাপ ও হুমকি উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গেছেন। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে, যা মুক্ত সাংবাদিকতার ওপর এক নির্মম আঘাত।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তুহিন হত্যার বিচার প্রক্রিয়া বিলম্বিত হলে দেশব্যাপী সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামবে। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান বক্তারা।

Leave a Reply