শিরোনাম
সাংবাদিক তুহিন হত্যা মামলার আসামি দ্রুত গ্রেফতারে পুলিশ সদস্যদের পুরস্কৃত সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের নাশকতার মামলায় জাকির গ্রেফতার তুহিনসহ সকল সাংবাদিক হত্যা নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে: শিবলী সাদিক খান সাংবাদিক সুরক্ষা আইন চাই: সোহাগ আরেফিন অপছন্দের ল্যাবে পরীক্ষা: চিকিৎসা সেবা বন্ধ করে দিলেন চিকিৎসক প্রতিবন্ধী দত্তক কন্যাকে ধর্ষণ, বাবা গ্রেফতার তুহিন হত্যার বিচারের দাবিতে নবীনগর প্রেসক্লাবের মানববন্ধন স্বাধীনতার পক্ষে-বিপক্ষে বক্তব্য দিয়ে জাতিকে আর বিভক্ত করা যাবে না: সালাহউদ্দিন আহমদ সারাদেশে টিসিবির ভ্রাম্যমাণ পণ্য বিক্রয় কার্যক্রম শুরু রোববার এবার গাজীপুরে ব্রিজের নিচে মিলল নারীর লাশ

প্রতিবন্ধী দত্তক কন্যাকে ধর্ষণ, বাবা গ্রেফতার

Shariful Haque Pavel

গত ৩ জুলাই মধ্যরাতে ঢাকা মহানগরীর হাতিরঝিল থানাধীন পেয়ারাবাগ (রেল লাইনের পাশে) এলাকায় বসবাসরত বুদ্ধি প্রতিবন্ধী দত্তক কন্যা জান্নাতুল ফেরদৌস @ জান্নাত (১৭)’কে ধর্ষণ করেন তারই পালিত বাবা মোঃ নুরুল ইসলাম (৫৪)।

উক্ত ঘটনায় ভিকটিম এর পালিত মা বাদী হয়ে গত ৮ জুলাই ২০২৫ তারিখে হাতিরঝিল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে ধর্ষক মোঃ নুরুল ইসলাম (৫৪), পিতাঃ মৃত নুর মোহাম্মদ ফকির, গ্রামঃ মাঠিভাঙ্গা, থানাঃ মাদারীপুর, জেলাঃ মাদারীপুর’কে রাজধানীর কলাবাগান থানাধীন বসুন্ধরা সিটির বিপরীত পাশে ফুটপাতের উপর থেকে রাত ৯ টায় গ্রেফতার করে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামি বাদী রাবেয়া বেগম (৪২) এর দ্বিতীয় স্বামী। বাদী রাবেয়া বেগম তার প্রথম স্বামী জাহাঙ্গীর হাওলাদার এর সহিত দীর্ঘ ১৭ বছর পূর্বে রাজধানী ঢাকার মান্ডা কদম আলী এলাকায় বসবাসকালীন সময়ে ভিকটিমের মায়ের সহিত সুসম্পর্ক গড়ে ওঠে। ভিকটিম এর মা শারীরিক অসুস্থ্যতা জনিত কারণে মৃত্যুবরণ করলে ভিকটিম এর কোন আত্বীয় স্বজন না থাকায় ভিকটিমকে রাবেয়া বেগম (৪২) দত্তক নেন। পরবর্তীতে ভিকটিম এর পালিত মায়ের সহিত তার প্রথম স্বামীর বিবাহ বিচ্ছেদ হন এবং ধৃত আসামিকে ৫ বছর পূর্বে ভিকটিমের পালিত মা দ্বিতীয় বিবাহ করেন।

এরই ধারাবাহিকতায় গত ৩ জুলাই ভিকটিমের পালিত মা ঘুমন্ত থাকা অবস্থায় ভিকটিম এর পালিত বাবা মোঃ নুরুল ইসলাম (৫৪) বুদ্ধি প্রতিবন্ধী ভিকটিমকে মধ্যরাতে ভিকটিম এর বিছানায় গিয়ে বিভিন্নভাবে বুঝিয়ে ও ভয় দেখিয়ে জোড়পূর্বক ধর্ষণ করেন। পূর্বেও তার পালিত মা এর অনুপস্থিতিতে তাকে জোড়পূর্বক ধর্ষণ করেছে বলে ভিকটিম জানায়।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply