শিরোনাম
সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে ফেনীতে বিএমইউজের প্রতিবাদ সভা ঢাকা কলেজে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি হবিগঞ্জে শিশু তামিম নিখোঁজের নয় ঘন্টা পর উদ্ধার মরদেহ টেন্ডার ছাড়াই হচ্ছে সংস্কার উন্নয়ন প্রকল্পের কাজ! বাস্তবায়ন কমিটিতে সভাপতি পদে আউটসোর্সিং এসও সিরাজগঞ্জে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা প্রাথমিকের শিক্ষার্থীদের নিয়ে বিজয় মিছিল করে তোপের মুখে বিএনপি নেতা খিলগাঁওয়ে একটি প্লটকে কেন্দ্র করে এলাকা জুড়ে উত্তেজনা কুমিল্লায় আইনজীবী হত্যার ঘটনায় সাবেক এমপি, মেয়রসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট সাংবাদিক তুহিন হত্যা মামলার আসামি দ্রুত গ্রেফতারে পুলিশ সদস্যদের পুরস্কৃত সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের নাশকতার মামলায় জাকির গ্রেফতার

সারাদেশে টিসিবির ভ্রাম্যমাণ পণ্য বিক্রয় কার্যক্রম শুরু রোববার

S M Rashed Hassan

দেশপত্র ডেস্কঃ
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রোববার (১০ আগস্ট) থেকে সারাদেশে সাশ্রয়ী মূল্যে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

শনিবার (৯ আগস্ট) টিসিবির উপপরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মাঝে নিয়মিত ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, চিনি ও মশুর ডাল বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি সাধারণ ভোক্তাদের জন্যও ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এই পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৯ আগস্ট) টিসিবির উপপরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ৩০ দিন (শুক্রবার ব্যতীত) এই কার্যক্রম চলবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা মহানগরীতে ৬০টি, চট্টগ্রাম মহানগরীতে ২৫টি, গাজীপুর মহানগরীতে ছয়টি, কুমিল্লা মহানগরীতে তিনটি এবং ঢাকা জেলায় আটটি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুর জেলায় চারটি, পটুয়াখালী জেলায় পাঁচটি ও বাগেরহাট জেলায় পাঁচটি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে প্রতিদিন সাধারণ মানুষের নিকট টিসিবির পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ট্রাক থেকে দৈনিক ৫০০ জন ভোক্তা পণ্য কিনতে পারবেন।

যেকোনো ভোক্তা এই ট্রাক থেকে ভোজ্যতেল ২ লিটার ২৩০ টাকায়, চিনি ১ কেজি ৮০ টাকায় এবং মশুর ডাল ২ কেজি ১৪০ টাকায় ক্রয় করতে পারবেন। স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের জন্য পূর্বের মূল্য বহাল থাকবে।

এই কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষও সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবে বলে আশা প্রকাশ করেছে টিসিবি।

Leave a Reply