শিরোনাম
দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই: মুহাম্মদ সাইদুর রহমান সাংবাদিক শভ্র’র দায়ের করা মামলায়,আসামীদের গ্রেপ্তারে পুলিশ”সহ আইন শৃঙ্খলা বাহিনী হার্ড লাইনে ডুমুরিয়া চানপুরে ২০ কোটি টাকার সরকারি জমি দখল করে ভবন নির্মাণের কাজ চললেও প্রশাসন নীরব কুমিল্লা অন্ধকল্যান সমিতির ১৭ কোটি ২২ লক্ষ ৯৫ হাজার টাকা দুর্নীতির তদন্ত রিপোর্ট হিমাগারে জেসিআই ঢাকা প্রেস্টিজের ব্যতিক্রমধর্মী সাধারণ সভা অনুষ্ঠিত ঘুষের টাকায় রাজউকের চাকরি বাগিয়ে নিয়েছেন কামরুজ্জামান | পর্ব-০১ পুকুর ভরাট নিয়ে নিরব ভূমিকায় কুমিল্লার বেয়াদপ প্রশাসন বরিশাল সরকারি মডেল কলেজ: ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই জাতিকে সঠিক গন্তব্যে নিতে পারে: -মাওঃ আঃ জব্বার বৈষম্যহীন সমাজ গড়তে ইসলামী শাসন ব্যবস্থা জরুরী : -মাওলানা আঃ জব্বার

অসচ্ছল নারী’কে সেলাই মেশিন উপহার দিল “পূর্বকাল ফাউন্ডেশন

mdfaysalhawlader

এম মাসুদ রানা (সুমন), স্টাফ রিপোর্টারঃ ‘অসহায় নির্যাতিতদের পাশে আমরা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে যাচ্ছে “পূর্বকাল ফাউন্ডেশন”। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জের সদর উপজেলার অসচ্ছল এক নারী’র হাতে তুলে দেওয়া হয়েছে একটি সেলাই মেশিন।

শনিবার (৮ জুলাই)দুপুরে ওই নারী’র হাতে সেলাই মেশিন তুলে দেন ‘দেশ চ্যানেল’ এর মানিকগঞ্জ প্রতিনিধি ও ‘পূর্বকাল ফাউন্ডেশন’ এর সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম।তবে ওই নারী’র অনুরোধে ও গোপনিয়তা রক্ষায় তার পরিচয় প্রকাশ করা হয়নি।

সেলাই মেশিন উপহার পেয় ওই নারী তার প্রতিক্রিয়ার বলেন,“ আমি আরেকজনের বাড়িতে গিয়ে তার মেশিনে সেলাই কাজ করে যে টাকা পেতাম,তা দিয়ে দুই মেয়ে নিয়ে কোন মতে চলতাম ।এখন আমার নিজের একটি মেশিন হলো।এখন থেকে বাড়িতেই সেলাই কাজ করে ভালো ভাবে চলতে পারবো।আল্লাহ আপনাদের মঙ্গল করবেন।”

‘পূর্বকাল ফাউন্ডেশন’ এর সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম বলেন,“ নারীরা সমাজের বড় একটা অংশ। শিক্ষা,চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা যত এগিয়ে যাবে, দেশও ততো এগিয়ে যাবে। ‘পূর্বকাল ফাউন্ডেশন’ সব সময় এদেশের মানুষের পাশে আছে। অসচ্ছল ও অসহায় নারীরা এদেশের বোঝা নয়, তারা দেশের সম্পদ।

অসচ্ছল ও অসহায় নারীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হলে দেশ ও জাতি উপকৃত হবে। সমাজের বিত্তবান মানুষের কাছে আমার অনুরোধ থাকবে ,আপনারাও অসহায় মানুষের সহযোগীতায় এগিয়ে আসুন।”

Leave a Reply