হাদিকে গুলির ঘটনায় গ্রেপ্তার ২ জনের পরিচয় জানালো ডিএমপি

Chif Editor

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের পরিচয় জানিয়েছে ডিএমপি।রোববার (১৪ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলের সিসিটি ফুটেজ বিশ্লেষণ করে দুইজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন- মো. আলমগীর শেখ ও ফয়সাল করিম মাসুদ। তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে।

এস এন মো. নজরুল ইসলাম জানান, ঘটনার তদন্তে জানা যায়, সন্দেহভাজনরা ভিক্টিম ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করেছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও শনাক্তকৃত সন্দেহভাজনদের গ্রেপ্তারে ইতোমধ্যে অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।

এছাড়া সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারে সহযোগিতার জন্য সরকারের পক্ষ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।এস এন মো. নজরুল ইসলাম জানান, মোটরসাইকেলটির নাম্বার প্লেটের সূত্র ধরে মধ্যরাতে তাকে গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ।মোটর সাইকেলের মালিকসহ ঘটনায় ব্যবহার করা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

তবে হাদিকে গুলির মিশনে অংশ নেয়া দুই অপরাধী বিদেশে পালিয়ে গেছে কিনা? এমন প্রশ্নের জবাবে এস এন মো. নজরুল ইসলাম জানান, ইমেগ্রশন তথ্য অনুযারী- তাদের পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply