অনলাইন ডেস্ক :- ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার পর হামলাকারীদের দেশত্যাগ রোধে সর্বোচ্চ সতর্কতা গ্রহণে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নির্দেশ দেওয়ার পর সন্ত্রাসীদের ধরতে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বিজিবি।
আজ রোববার (১৪ ডিসেম্বর) দুপুর থেকে হাদির ওপর হামলাকারী সন্ত্রাসীদের দেশত্যাগ রোধে মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকায় ১৫টি চেকপোস্ট, দ্বিগুণ পেট্রোলিং সর্বোচ্চ সতর্কাবস্থায় তল্লাশি অভিযান জোরদার করেছে ৫৮ বিজিবি ব্যাটালিয়ন।
ওসমান হাদির ওপর হামলাকারীরা যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে, সেজন্য ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিন বিকেলে ঝিনাইদহের মহেশপুর সীমান্তবর্তী এলাকার মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। সন্দেহভাজন মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন দেখলেই থামানো হচ্ছে। যাত্রীদের দেহসহ সব কিছু তল্লাশি করা হচ্ছে। এমনকি তাদের সঙ্গে থাকা ব্যাগ পর্যন্ত একাধিকবার চেক করা হচ্ছে। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, ঢাকার ঘটনার সাথে জড়িত কোনো সন্ত্রাসী যেন অবৈধ উপায়ে সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য বিজিবি সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা ও অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত এবং সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
সীমান্ত এলাকায় যেকোনো অপরিচিত মানুষ ও যানবাহন তল্লাশির মাধ্যমে অপরাধীদের শনাক্ত করার কার্যক্রম চলছে। এছাড়াও বিজিবির অভিযান টিম দ্বিগুণ করা হয়েছে। সার্বিক বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহন করা হয়েছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.