অনলাইন ডেস্ক :- কুমিল্লার হোমনা থানায় পুলিশি হেফাজতে থাকা এক নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে থানার একটি কক্ষ থেকে ববিতা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বুধবার দুপুরে পারিবারিক কলহের জেরে ববিতা খাতুন তার সতিন ও সতিনের ১০ বছর বয়সী ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়।
ঘটনার পর ববিতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর তাকে গ্রেপ্তার করে হোমনা থানায় এনে আরও দুই নারী বন্দির সঙ্গে হেফাজতে রাখা হয়।
পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানোর কথা ছিল। তবে ভোর সাড়ে ৫টার দিকে থানার একটি কক্ষে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.