শিরোনাম
“একজন ফেলানী খাতুন ও একটি মানচিত্র” বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তে রাষ্ট্রীয় সহিংসতার দীর্ঘ ছায়া আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জাকির গ্রেপ্তার নওগাঁয় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া কুড়িগ্রাম সীমান্তে ফেলানী হত্যার ১৫ বছর আজ বিচারের অপেক্ষায় পিতা-মাতা এএসপির বিরুদ্ধে ‘মারধরের’ অভিযোগ: নেপথ্যে বাসে টিকিট জালিয়াতি ও যাত্রী হয়রানি নওগাঁয় বিএনপির দুই নেতাকে সাময়িক বহিষ্কার ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ: আসিফ নজরুল এনসিপিকে ১০ আসন ছাড়ার প্রসঙ্গে এবার মুখ খুললো জামায়াতে ইসলামী চট্টগ্রাম বন্দরে এলো মার্কিন ভুট্টার বিশাল চালান, খালাস শুরু ব্যালটে সিল দিয়ে সরকার প্রতিষ্ঠা করা পুলিশ বা প্রশাসনের কাজ না: হাসনাত আবদুল্লাহ

নওগাঁয় ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

Chif Editor

নওগাঁ প্রতিনিধি :-  নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ৮ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে ডিবি পুলিশ জানতে পারে, তিন ব্যক্তি গাঁজা বহন করে পঞ্চনগর এক্সপ্রেস ট্রেনে করে শান্তাহার স্টেশনে নেমে নওগাঁ সদর থানাধীন নতুন শাহাপুর ঢাকা মোড় এলাকায় অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে দেহ তল্লাশি চালায়। তল্লাশিকালে শরিফ মিয়া (২৫), পিতা শহিদ মিয়া, সাং পতইর, থানা নাসিরনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া
এর হাতে থাকা একটি স্কুল ব্যাগ থেকে কচটেপে মোড়ানো দুটি পোটলায় ২ কেজি করে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়া একরামুল হোসেন রাসেল (৩০), পিতা হারুনুর রশীদ, সাং হরিপুর, থানা কসবা, জেলা ব্রাহ্মণবাড়িয়া—এর ব্যাগ তল্লাশি করে কচটেপে মোড়ানো দুটি পোটলায় ২ কেজি করে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় তাদের সহযোগী শরিফ উদ্দিন (৩০), পিতা শফিকুর রহমান, থানা আশুগঞ্জ, জেলা ব্রাহ্মণবাড়িয়াকেও গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার পরিমাণ সর্বমোট ৮ কেজি। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।পুলিশ আরও জানায়, জেলায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

Leave a Reply