শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় কেমিক্যাল মিশ্রিত ভেজাল মধু জব্দ করে জন সন্মুখে ধব্বংস নিখোঁজের ১২ দিন পর মুরাদনগরে অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার পাবনার ভাঙ্গুড়ায় সরিষা ক্ষেতে ব্যস্ত মৌচাষিরা, কোটি টাকার মধু উৎপাদনের সম্ভাবনা গঙ্গাচড়ায় গ্রোয়েন বাঁধ-কেটে তিস্তা চর লুটপাট, নদী ও জনপদ ধ্বংসের খেলায় সিন্ডিকেট নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ: গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে আটক ব্যক্তির মৃত্যুর ঘটনায় আইএসপিআরের বিবৃতি কেন এনসিপি ছাড়লেন, জানালেন তাসনিম জারা মমতাজের ৪ বাড়ি ও জমি ক্রোক ভারতেই বিশ্বকাপ খেলতে ফের আইসিসির অনুরোধ, বিসিবিও দিলো স্পষ্ট বার্তা শিশু হৃদয় খানের হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড, একজনকে ২১ বছর আটকাদেশ

শিশু হৃদয় খানের হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড, একজনকে ২১ বছর আটকাদেশ

Chif Editor

অনলাইন ডেস্ক :- শরীয়তপুরে দুই বছর পাঁচ মাস আগে ঘটে যাওয়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হৃদয় খান নিবিড় হত্যার মামলায় আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং এক ১৬ বছর বয়সী কিশোরকে ২১ বছরের আটকাদেশ দিয়েছে।

রায় ঘোষণা করেছেন শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ হাফিজুর রহমান, মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- শাকিল হোসেন গাজী (১৯) ও সিয়াম হোসেন (২০)। ২১ বছরের আটকাদেশপ্রাপ্ত: ১৬ বছর বয়সী কিশোর.

২০২৩ সালের ১ আগস্ট বিকালে হৃদয় খান খেলাধুলার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা দাবি করে। পুলিশ ও পিবিআই তদন্তের মাধ্যমে পরদিন হৃদয় খানের মাটিচাপা মরদেহ উদ্ধার করে। তদন্তে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

নিহতের পরিবার দুই আসামির মৃত্যুদণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন।

আসামিপক্ষের আইনজীবী উচ্চ আদালতে আপিলের ঘোষণা দিয়েছেন।

পুলিশি হেফাজতে আসামিদের আনা হলে জনতা হামলার চেষ্টা চালায়, যা পুলিশ নিয়ন্ত্রণে আনে।

হৃদয় খানের বাবা মনির হোসেন খান বলেন, “দীর্ঘদিন পর ন্যায়ের বাস্তবায়ন হলো, আশা করি দ্রুত রায় কার্যকর হবে।”

হৃদয় খানের মা নিপা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ফুলের মতো শিশুকে এভাবে হত্যা করা হয়েছে, দোষীদের দ্রুত শাস্তি চাই।”

পাবলিক প্রসিকিউটর কামরুল হাসান বলেন, “বাদীর এজাহার, সাক্ষীদের সাক্ষ্য এবং আসামীদের স্বীকারোক্তি অনুযায়ী আদালত দুইজনকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের আটকাদেশ দিয়েছে। দ্রুত রায় কার্যকর করলে অপরাধীরা আর এ ধরনের অপরাধ করতে পারবে না।”

Leave a Reply