প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৬, ১০:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৩, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ: গ্রেপ্তার ১
অনলাইন ডেস্ক :- নোয়াখালীর সদর উপজেলার কালাধরা ইউনিয়নে ডাকাতির সময় সংঘটিত গণধর্ষণের ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি ইউসুফ ওরফে রুবেল (৩৭), তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরগাজী ইউনিয়নের চরলক্ষী গ্রামের আব্দুল হালিমের ছেলে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে র্যাব-১১ (নোয়াখালী) ও র্যাব-৭ (চট্টগ্রাম) যৌথ অভিযানে সুধারাম মডেল থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গত বছরের ১১ জানুয়ারি রাত ২টার দিকে সদর উপজেলার কালাধরা ইউনিয়নে ডাকাতির সময় গণধর্ষণের ঘটনা ঘটে। এরপর সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়। তদন্তের একপর্যায়ে তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দীর্ঘ অনুসন্ধান শেষে ইউসুফ রুবেলকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।
নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কামান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.