শিরোনাম
মোহাম্মদ ইকবাল হোসেন, কুমিল্লার বুড়িচং প্রতিনিধি মিঠাপুকুরে গ্রামীণ কাঁচা রাস্তা গিলে খাচ্ছে ফারুকের ইটভাটা জনদুর্ভোগে লোহনীবাসী রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ রংপুরে আলী রীয়াজ ১২ বছর বয়সী ছাত্রীকে নিয়ে পালালো প্রধান শিক্ষক, অতঃপর… নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২ যশোরে ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক আমিরাতে রাজকীয় ক্ষমা পেলেন ৪৪০ বাংলাদেশি বন্দি কলেজছাত্র মাসুম হত্যা মামলায় হাসিনা–কাদের–কামালসহ ২১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ‘ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ’

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

Chif Editor

অনলাইন ডেস্ক :- নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার দক্ষিণ সুল্লুকিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রুবেল উদ্দিন (২৪) এবং হামদ উল্লাহ গ্রামের আকবর হোসেনের ছেলে মামুন উদ্দিন (২৪)।

বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার রাতে উপজেলার ক্ষিরোদিয়া বলির ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে হাতিয়া কোস্ট গার্ড স্টেশনের একটি দল “অপারেশন ডেভিল হান্ট ফেজ-২”-এর আওতায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুইজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। জব্দ করা আলামতসহ তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Leave a Reply