ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে লুট হওয়া টিয়ার গ্যাস শেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার ভোরের দিকে সদর উপজেলার উদয়পুর এলাকায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। এ সময় একাধিক মামলার আসামি মো. রুবেল হোসেনকে আটক করা হয়।
জানা যায়, উদ্ধারকৃত টিয়ার গ্যাস গ্রেনেডটি বাংলাদেশ পুলিশের ব্যবহৃত সরঞ্জামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ধারণা করা হচ্ছে, এটি গত বছরের জুলাই মাসে সংঘটিত আন্দোলনের সময় বিভিন্ন থানার নিরাপত্তা থেকে হারানো বা লুট হওয়া সরঞ্জামের অংশ।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মো. রুবেল হোসেন গত বছরের জুলাই আন্দোলনের সময় সহিংস কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং বিভিন্ন সময়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতেও ছিলেন।
সদর থানার ওসি সামছুল আরেফিন এ তথ্য নিশ্চিত করে জানান, অভিযানে উদ্ধারকৃত সব আলামত সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র