সাজ্জাদুল হাসনাত ইমন, চট্রগ্রাম ফটিকছড়ির :- চট্রগ্রাম ফটিকছড়ির ভূজপুর থানার বিশেষ অভিযানে ৯টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। ২০ জানুয়ারি মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ভূজপুর থানা পুলিশের একটি আভিযানিক দল ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বারোমাসিয়া চা বাগান এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানকালে রাত আনুমানিক ২টা ০৫ মিনিটে বারোমাসিয়া চা বাগানের টি.কে. সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় ৫০০ গজ পেছনে চা বাগানের জঙ্গলের ভেতর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুইটি বস্তার মধ্যে থেকে সর্বমোট ৯ (নয়)টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো পরবর্তীতে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে এসব আগ্নেয়াস্ত্র গোপনে মজুদ করে রেখেছিল। এ ঘটনায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ভূজপুর থানা পুলিশ।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র