গত ১২ অক্টোবর শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। এ মামলায় সরাসরি জড়িত তিন ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি।
ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ঘটনার পরদিন ১৩ অক্টোবর রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এই তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল শরীফুল ইসলাম তুষার (৩৫), জাকির হোসেন (৩৭) ও মো: মাসুদুর রহমান (৪৭)।

এ সময় তাদের কাছ থেকে দুই লক্ষ বিশ হাজার নগদ টাকা, প্রায় চার ভরি ওজনের স্বর্নালঙ্কার ও দুটি আইফোন উদ্ধার করা হয়।
উক্ত ডাকাতির ঘটনায় ইতোমধ্যে মোহাম্মদপুর থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.