শিরোনাম
তিন দফা দাবির কবলে রাণীশংকৈলের মডেল স্কুলের পরীক্ষার্থীরা দুর্নীতির আখড়া ময়মনসিংহ সিটি করপোরেশন স্বাস্থ্য খাতে ১৫ কোটি টাকার লুটপাটের অভিযোগ বাংলাদেশ হবে ইসলামের দেশ, রংপুরে চরমোনাই পীর কথা সাহিত্যের রাজপুত্র নিভৃতচারী লেখক জিল্লুর রহমান ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানা আবিষ্কার : অভিযোগে ব্যবসায়ীর কারাদণ্ড আজ ঠাকুরগাঁও হানাদার মুক্ত দিবস খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রংপুর সাংবাদিক ইউনিয়নের দোয়া মাহফিল খালেদা জিয়ার সুস্থতা কামনায় দক্ষিণ গুনাইঘর ইউপি ছাত্রদলের দোয়া মাহফিল রাণীশংকৈল সার বিতরণে হট্টগোল কৃষি কর্মকর্তা হাসপাতালে  ঈশ্বরদীতে পিস্তল হাতে তুষার গ্রেফতার;উদ্ধার অস্ত্র অবৈধ

ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ডলার ক্রয়ের নামে প্রতারণা; কোটি টাকার জালনোটসহ দুইজন গ্রেফতার

Shariful Haque Pavel

গুলশানে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বিন্যান্স (Binance) এর মাধ্যমে প্রতারণামুলকভাবে ডলার ক্রয়ের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো: রুবেল আহম্মদ (৩৮) ও তাপস বাড়ৈ (৩০) । এসময় তাদের হেফাজত থেকে এক কোটি ৩৫ লক্ষ ৭৮ হাজার টাকার জাল নোট, ২২ হাজার নগদ টাকা ও ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) রাজধানীর গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গুলশান থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) থানার একটি  নিয়মিত টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গুলশান-২ এলাকায় কতিপয় ব্যক্তি বিন্যান্স  (Binance) প্লাটফর্ম এর মাধ্যমে ডলার ক্রয়ের জন্য জাল টাকাসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় গুলশান-২ এলাকায় অভিযান পরিচালনা করে ২৬ লক্ষ টাকার জাল নোটসহ রুবেল আহম্মেদকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়। রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে মিরপুর ও পরবর্তীতে রাত ০৯:৩০ ঘটিকায় গুলশান-২ এলাকায় অভিযান পরিচালনা করে গুলশানের একটি আবাসিক হোটেলের একটি কক্ষ হতে আরও ৮৯ লক্ষ ৯২ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয় এবং একই হোটেল হতে তাপস বাড়ৈ নামে এই চক্রের আরও একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ১৯ লক্ষ ৯৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনসহ পলাতক দুইজন ও অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে গুলশান থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বিপুল পরিমাণ জাল টাকার উৎস এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

Leave a Reply