বিভিন্ন সময়ে সংবাদে প্রকাশিত তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১২ আগস্ট র্যাব-৩ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর সমন্বয়ে অবৈধ মাদকের বিরুদ্ধে পৃথক অভিযান চালায়।
আজ বুধবার র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সনদ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, র্যাব-৩ এর আভিযানিক দল রাজধানীর সবুজবাগ, মুগদা, পল্টন, শাহজাহানপুর, হাতিরঝিল ও খিলগাঁও থানাধীন পূর্ব গোড়ান, তাল তলা, মগবাজার রেল লাইন, ওয়াহাব কলোনী, সবুজবাগ, সুখনগর খেলার মাঠ, সুখনগর ব্রীজ সংলগ্ন, মুগদা, আইসিডিআর গেইট, কমলাপুর রেল লাইনের দুই পাশ, মালিবাগ ১৭ নং গলি, ভান্ডারি গলি এবং গুলিস্তান পার্ক এলাকায় সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত অভিযান চালায় এবং এই অভিযান মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র