শিরোনাম
কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরী ও ইয়াছিনের ঐক্যবদ্ধ বৈঠক অনুষ্ঠিত ফটিকছড়িতে শিক্ষার্থীদের পাশে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি, উপকৃত ১২০ জন আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার: রুমিন ফারহানা পাম্পের কর্মী রিপন সাহাকে গাড়িচাপায় হত্যা, আদালতে চাঞ্চল্যকর তথ্য দিলেন আসামিরা শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ধাক্কায় আহত ওসি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা তারেক রহমানের সঙ্গে নেপাল-ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক স্মরণ সভা জাসাসের

কুমিল্লা জেলা পুলিশে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

Chif Editor

কুমিল্লা জেলা প্রতিনিধি:- আজ ২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকায় কুমিল্লা জেলার পুলিশ লাইন্স ড্রিলসেট শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলানায়তনে কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব রাশেদুল হক চৌধুরী”র সঞ্চালনায় এবং সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয়।

কল্যাণ সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপার নিকট নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন। এসময় পুলিশ সুপার সমস্যা সমূহ দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভায় পুলিশ সুপার সবাইকে অত্যন্ত সতর্কতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন।

তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক বিষয়ে শৃঙ্খলা, দক্ষতা, কর্তৃপক্ষের আদেশ নির্দেশ ও নিয়ন্ত্রণ, বুদ্ধিমত্তা, সুরক্ষা, নিরাপত্তা এবং সকলের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন মোঃ শামিম কুদ্দুস ভুঁইয়া , অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ; পংকজ বড়ুয়া ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply