শিরোনাম
দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই: মুহাম্মদ সাইদুর রহমান সাংবাদিক শভ্র’র দায়ের করা মামলায়,আসামীদের গ্রেপ্তারে পুলিশ”সহ আইন শৃঙ্খলা বাহিনী হার্ড লাইনে ডুমুরিয়া চানপুরে ২০ কোটি টাকার সরকারি জমি দখল করে ভবন নির্মাণের কাজ চললেও প্রশাসন নীরব কুমিল্লা অন্ধকল্যান সমিতির ১৭ কোটি ২২ লক্ষ ৯৫ হাজার টাকা দুর্নীতির তদন্ত রিপোর্ট হিমাগারে জেসিআই ঢাকা প্রেস্টিজের ব্যতিক্রমধর্মী সাধারণ সভা অনুষ্ঠিত ঘুষের টাকায় রাজউকের চাকরি বাগিয়ে নিয়েছেন কামরুজ্জামান | পর্ব-০১ পুকুর ভরাট নিয়ে নিরব ভূমিকায় কুমিল্লার বেয়াদপ প্রশাসন বরিশাল সরকারি মডেল কলেজ: ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই জাতিকে সঠিক গন্তব্যে নিতে পারে: -মাওঃ আঃ জব্বার বৈষম্যহীন সমাজ গড়তে ইসলামী শাসন ব্যবস্থা জরুরী : -মাওলানা আঃ জব্বার

উন্নয়ন প্রকল্পের কথা লিখি শীর্ষক চসাসের বঙ্গবন্ধু টানেল পরিদর্শন

নিজস্ব  প্রতিবেদন: গত (২০ নভেম্বর) সোমবার চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস) এর উদ্যোগে ‘চলুন টানেল দেখি, উন্নয়ন প্রকল্পের কথা লিখি’ শীর্ষক কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল পরিদর্শন কর্মসূচি সম্পন্ন হয়েছে। চসাসের সভাপতি সৈয়দ দিদার আশরাফী ও সাধারণ সম্পাদক কলামিস্ট ওসমান এহতেসাম এর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভাপতি সৈয়দ দিদার আশরাফী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের অর্থনীতির সমৃদ্ধির স্বর্ণদ্বার খুলে দিয়েছে বঙ্গবন্ধু টানেল। বঙ্গবন্ধু টানেল নির্মাণ বর্তমান সরকারের সাহসী নেতৃত্বের একটি অনন্যোজ্জ্বল দৃষ্টান্ত। কর্ণফুলী নদীর দুই পাড়কে সংযুক্ত করেছে এই টানেল।

সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম বলেন, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মিত হয়েছে। এটি সত্যিই অভিনব ও বিস্ময়কর।অর্থনীতি-তো আছেই বিশেষ করে দেশের প্রবৃদ্ধিকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাবে এ টানেল। এ টানেল দেখতে খুবই অসাধারণ।

এতে উপস্থিত ছিলেন, মোহাম্মদ ওমরফারুক, আনিছুর রহমান, আবুল হাসনাত মিনহাজ, পলাশ কান্তি নাথ, মোহাম্মদ রিদুয়ান, মোঃ নিজাম উদ্দিন, মোহাম্মদ রায়হান উদ্দিন, সৈয়দ নুর রাসেল, আব্দুল কাদের, সেলিম রেজা, সুমন দাশ, মোঃ এবাদুল ও নীলকমল সুশীল প্রমুখ।

Leave a Reply

আরও পড়ুন