স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ২৪ নং ওয়ার্ডের চাপুলিয়া ব্রিজের নিচে পানিতে অজ্ঞাত এক নারীর মরদেহ ভাসতে দেখা গেছে। মরদেহটি এখনো উদ্ধার করেনি পুলিশ।
আজ শনিবার (৯ আগস্ট) সকাল দশটার দিকে ওই রেল ব্রিজের নিচে নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
স্থানীয় লোকমান হোসেন বলেন, সকালে রেলব্রিজ দিয়ে লোকজন হেঁটে যাওয়ার সময় মরদেহটি ভেসে থাকতে দেখেন। পরবর্তীকালে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা মরদেহ দেখার জন্য ঘটনাস্থলে ছুটে আসে। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
গাজীপুর সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান এরই মধ্যে গণমাধ্যমের কাছে নারীর মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো নিহতের পরিচয় কেউ শনাক্ত করতে পারেনি।
এর আগে গতকাল শুক্রবার (৮ আগস্ট) সকালে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকা থেকে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিন সকালে হাজীর বিরিয়ানি দোকানের সামনে রাস্তায় ব্যাগটি পড়ে ছিল।
উল্লেখ্য, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার রেশ কাটতে না কাটতেই এই মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়