শিরোনাম
দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই: মুহাম্মদ সাইদুর রহমান সাংবাদিক শভ্র’র দায়ের করা মামলায়,আসামীদের গ্রেপ্তারে পুলিশ”সহ আইন শৃঙ্খলা বাহিনী হার্ড লাইনে ডুমুরিয়া চানপুরে ২০ কোটি টাকার সরকারি জমি দখল করে ভবন নির্মাণের কাজ চললেও প্রশাসন নীরব কুমিল্লা অন্ধকল্যান সমিতির ১৭ কোটি ২২ লক্ষ ৯৫ হাজার টাকা দুর্নীতির তদন্ত রিপোর্ট হিমাগারে জেসিআই ঢাকা প্রেস্টিজের ব্যতিক্রমধর্মী সাধারণ সভা অনুষ্ঠিত ঘুষের টাকায় রাজউকের চাকরি বাগিয়ে নিয়েছেন কামরুজ্জামান | পর্ব-০১ পুকুর ভরাট নিয়ে নিরব ভূমিকায় কুমিল্লার বেয়াদপ প্রশাসন বরিশাল সরকারি মডেল কলেজ: ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই জাতিকে সঠিক গন্তব্যে নিতে পারে: -মাওঃ আঃ জব্বার বৈষম্যহীন সমাজ গড়তে ইসলামী শাসন ব্যবস্থা জরুরী : -মাওলানা আঃ জব্বার

কুকুরের কামড়ে একদিনে আহত ১৭ জন

Shariful Haque Pavel

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের নেছারাবাদে কুকুরের কামড়ে একদিনে সতের জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

কুকুরের কামড়ে আক্রান্তদের মধ্যে ছয়জন শিশু কিশোর, পাঁচজন বৃদ্ধ এবং বাকিরা তরুন। জানা যায়, ষোলজন নেছারাবাদ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছেন। বাকি অপরজন বাহির থেকে চিকিৎসা নিয়েছেন।

কৌড়িখাড়া গ্রামের মো: রিয়াজ হোসেন বলেন, তিনি বৃহস্পতিবার বিকেলে মটরসাইকেল যোগে বাজারে আসছিলেন। এমনসময় একটি কুকুর এসে তার পায়ে কামড় দেয়। তিনি তৎক্ষনাত স্থানীয় নেছারাবাদ হাসপাতাল সংলগ্ন বাজার ফার্মেসী থেকে ভ্যাক্সসিন কিনে হাসপাতাল থেকে চিকিৎসা নেন।

একই দিনে কুকুরের কামড়ে আরো ষোলজন আহত হয়েছেন। আহতরা হলেন, ইলুহার গ্রামের মো: মারুফ(১৩), ডুবি গ্রামের মো: আব্দুল্লাহ(১৩),বলদিয়া গ্রামের মো: তাওসান(১০),ডুবি গ্রামের গিয়াস(১৫),সুটিয়াকাঠি গ্রামের আমিনা(৮০), একই গ্রামের ডালিয়া আক্তার(৫২),চামী গ্রামের শামসুন্নাহার(৩০),ডুবি গ্রামের ফাতেমা(৪),কৌড়িখাড়া গ্রামের হাফসা মনি(১৮),ইলুহার গ্রামের মিমি(১৬),সুটিয়াকাঠি গ্রামের আসাদুজ্জামান(২৮),উমারেরপাড় গ্রামের মো: সানাউল(২৩),সুটিয়াকাঠি গ্রামের জাকির হোসেন (৬০),একই গ্রামের আলমগীর হোসেন(৬৫),আরিফ বিল্লাহ(১৬)।

নেছারাবাদ হাসপাতালের স্বাস্থ্য ও প:প:কর্মকর্তা ডাক্তার মো.আসাদুজ্জামান জানান, উপজেলা হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাক্সসিন সরবারহ নেই। তাই সবাই বাহির থেকে ভ্যাক্সসিন কিনে নেছারাবাদ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

Leave a Reply