শিরোনাম
দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই: মুহাম্মদ সাইদুর রহমান সাংবাদিক শভ্র’র দায়ের করা মামলায়,আসামীদের গ্রেপ্তারে পুলিশ”সহ আইন শৃঙ্খলা বাহিনী হার্ড লাইনে ডুমুরিয়া চানপুরে ২০ কোটি টাকার সরকারি জমি দখল করে ভবন নির্মাণের কাজ চললেও প্রশাসন নীরব কুমিল্লা অন্ধকল্যান সমিতির ১৭ কোটি ২২ লক্ষ ৯৫ হাজার টাকা দুর্নীতির তদন্ত রিপোর্ট হিমাগারে জেসিআই ঢাকা প্রেস্টিজের ব্যতিক্রমধর্মী সাধারণ সভা অনুষ্ঠিত ঘুষের টাকায় রাজউকের চাকরি বাগিয়ে নিয়েছেন কামরুজ্জামান | পর্ব-০১ পুকুর ভরাট নিয়ে নিরব ভূমিকায় কুমিল্লার বেয়াদপ প্রশাসন বরিশাল সরকারি মডেল কলেজ: ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই জাতিকে সঠিক গন্তব্যে নিতে পারে: -মাওঃ আঃ জব্বার বৈষম্যহীন সমাজ গড়তে ইসলামী শাসন ব্যবস্থা জরুরী : -মাওলানা আঃ জব্বার

কুমিল্লা মাদক ধরিয়ে দেওয়ার অভিযোগ তুলে যুবকের হাতের রগ কেটে দিলেন মাদক ব্যবসায়ী!

Juyel Khandokar

আসলাম সুমন, নিজস্ব প্রতিবেদক:- কুমিল্লা পুলিশের সোর্স সন্দেহে ধারালো অস্ত্রে কুপিয়ে এক যুবকের ডান হাতের রগ কেটে মারাত্মক রক্তাক্ত জখম করে দেওয়ার অভিযোগ উঠেচ্ছে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে । সরজমিনে গিয়ে জানা যায় কুমিল্লা আদর্শ সদরের ৫নং পাঁচথুবী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শাহপুর গোমতীর চরে ১৭ জুলাই ২০২৩ইং তারিখে সকাল অনুমান ১১টাযর সময়ে মাদক ব্য সায়ীরা এঘটনা ঘটায় । এব্যাপারে কোতয়ালী মডেল থানায় ১টি অভিযোগ দায়ের করেন ভোক্তাভোগীর ভাই আক্তার হোসেন।

জানা যায় যে শাহপুর গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার পুত্র আনোয়ার (২৮) প্রতিদিনের মতো গরু চরানোর জন্য গোমতীর চরে যান।সকাল ১১ টাযর সময়ে হঠাৎ একই গ্রামের মৃত নুরু মিয়ার পুত্র আনোয়ার (৩৮) ধারালো অস্ত্র নিয়ে এসে বলে-“তুই আমার মালের ইনফরমেশন দিয়ে ৮ লাখ টাকার ক্ষতি করেচস,তুরে মেরে ফেলব বলে কুপ মারেলে”ডান হাতের রগ কেটে যায় আনোয়ারের! জীবন বাঁচাতে আনোয়ার গোমতী নদীতে ঝাঁপিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন।

এঘটনায় আহত আনোয়ারের ভাই আক্তার মিয়া বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় ১টি অভিযোগ দায়ের করেন । তদন্ত কর্মকর্তা এস আই এয়ামিন সুমন জানান, অভিযোগ পেয়েছি এবিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে অভিযুক্ত আনোয়ারের বাড়ীতে গিয়ে তাকে পাওয়া যায় নি,তার মোবাইল ফোনটি বন্ধ। অভিযুক্ত আসামী আনোয়ার এর বিরুদ্ধে রয়েছে হত্যা,মাদক ও অস্ত্র সহ একাধিক মামলা। সে শাহপুরের চিহ্নিত পাইকারী মাদক ব্যবসায়ী ।

Leave a Reply