শিরোনাম
স্বাধীনতার পক্ষে-বিপক্ষে বক্তব্য দিয়ে জাতিকে আর বিভক্ত করা যাবে না: সালাহউদ্দিন আহমদ সারাদেশে টিসিবির ভ্রাম্যমাণ পণ্য বিক্রয় কার্যক্রম শুরু রোববার এবার গাজীপুরে ব্রিজের নিচে মিলল নারীর লাশ গাজীপুরে সাংবাদিক হত্যা: ১৫ দিনের মধ্যে চার্জশিটের আশ্বাস জিএমপি কমিশনারের জাতীয় বিশ্ববিদ্যালয় ও NUSDF-এর মধ্যে দক্ষতা উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর তরুণরাই পারে সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় দূরে করতে— বিএনপি নেতা মির্জা জামান সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সিআরএ’র মানববন্ধন গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ দায়ের করা মামলা প্রত্যাহার করতে আল্টিমেটাম,পরিবার ও নিজ নিরাপত্তায় থানায় সাধারন ডায়েরি সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় তেকসাস’র নিন্দা ও প্রতিবাদ

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

Juyel Khandokar

নিজস্ব প্রতিবেদক:- গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় এক দম্পতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মিজান ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, মো. স্বাধীন ও আল–আমিন। পুলিশ জানিয়েছে, সিসিটিভির ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে। তারা ছিনতাইকারী দলের সদস্য।

শুক্রবার (৮ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর থেকে মো. মিজান ওরফে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের অপর একটি দল গাজীপুর শহরের পাশ থেকে স্বাধীনকে গ্রেপ্তার করে। আর রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে আল–আমিনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে চায়ের দোকানে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ উত্তর) মো. রবিউল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, চাঁদাবাজি নয়, বাদশা নামের এক ব্যক্তির ওপর হামলার ঘটনার ভিডিও ধারণ করায় খুন হয়েছেন তুহিন।

দৈনিক প্রতিদিনের কাগজ–এর গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন আসাদুজ্জামান তুহিন। এই হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার সকালে নিহত সাংবাদিকের বড় ভাই সেলিম মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

Leave a Reply