শিরোনাম
ডুমুরিয়া চানপুরে ২০ কোটি টাকার সরকারি জমি দখল করে ভবন নির্মাণের কাজ চললেও প্রশাসন নীরব কুমিল্লা অন্ধকল্যান সমিতির ১৭ কোটি ২২ লক্ষ ৯৫ হাজার টাকা দুর্নীতির তদন্ত রিপোর্ট হিমাগারে জেসিআই ঢাকা প্রেস্টিজের ব্যতিক্রমধর্মী সাধারণ সভা অনুষ্ঠিত ঘুষের টাকায় রাজউকের চাকরি বাগিয়ে নিয়েছেন কামরুজ্জামান | পর্ব-০১ পুকুর ভরাট নিয়ে নিরব ভূমিকায় কুমিল্লার বেয়াদপ প্রশাসন বরিশাল সরকারি মডেল কলেজ: ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই জাতিকে সঠিক গন্তব্যে নিতে পারে: -মাওঃ আঃ জব্বার বৈষম্যহীন সমাজ গড়তে ইসলামী শাসন ব্যবস্থা জরুরী : -মাওলানা আঃ জব্বার ধামরাইয়ে হবু পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙ্গে দিলেন পাত্রের বাবা। মিথ্যা সংবাদ করায় যুগান্তুর সাংবাদিক শাহিনের বিরুদ্ধে মামলা।

নিজস্ব প্রতিবেদক।। এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন ও গ্লোবাল মিডিয়া ফোরাম অফ বাংলাদেশ এর উদ্যোগে ৩০ মে ২০২৫ শুক্রবার বিকেল পাঁচটায় হোটেল প্যানফিসিফিক সোনারগাঁও’ র পদ্মা হলে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে আমাদের করণীয় শীর্ষক আলোচনা, কব প্রেজেন্টস্ গ্লোবাল বিজনেস্ অ্যান্ড সিএসআর এওয়ার্ড -২০২৫ প্রদান ও সংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

বাংলাদেশের চিত্রকলায় বিশেষ অবদানের জন্য শিল্পী রাজ্জাক প্রধানকে গ্লোবাল বিজনেস এন্ড সিএসআর অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন আব্দুল হাই সরকার, চেয়ারম্যান,বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস্ (বি এবি)। প্রধান আলোচকের আসন অলংকৃত করেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি ডঃ মো, আবু তারিক, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ড. অধ্যাপক সুকোমল বড়ুয়া, স্বাগত বক্তব্য প্রদান করেন সালাম মাহমুদ, মহাসচিব, এজাহিকাফ।উদ্বোধক হিসেবে থাকেন মোঃ গোলাম ফারুক মজনু, চেয়ারম্যান, কমিউনিকেশন অব বাংলাদেশ (কব)। সভাপতিত্ব করেন কবি রাজু আলীম,চেয়ারম্যান, গ্লোবাল মিডিয়া ফোরাম অফ বাংলাদেশ (জিএম এফবি)।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।

শিল্পী রাজ্জাক প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ড্রয়িং এবং পেইন্টিং বিভাগ থেকে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি শেষ করেন। তিনি আরব আমিরাতের শেখ হামদান প্যালেস সহ দেশ এবং দেশের বাইরে প্রচুর শিল্পকর্ম রচনা করেন। তার ফরেস্ট পেইন্টিং ছবিটিকে বাংলাদেশের সবচেয়ে বড় চিত্রশিল্প হিসেবে ধরা যায়। ছবিটির আয়তন ২২৫০ স্কয়ার ফিট। এছাড়াও তার Universe dream , Shadowed destiny, দারিদ্র্যের অনুরণ, harvested dream উল্লেখযোগ্য শিল্পকর্ম।

এছাড়াও আজীবন স্মারক সম্মাননা পেলেন প্রবীণ অভিনেত্রী আনোয়ারা, কণ্ঠশিল্পী ফেরদৌসী আরা,খালেদা জিয়ার ব্যাক্তিগত ক্যামেরাম্যান আলহাজ্ব নূরউদ্দিন নুরু,ডাঃ ফারজানা মাকসুদ রুনাসহ ২০জন।

Leave a Reply