হোসেন বাবলা, চট্টগ্রাম প্রতিনিধি:- দীর্ঘ বছর ধরে বানিজ্যিক রাজধানীর বন্দর ইপিজেড পতেঙ্গা হালিশহর এলাকায় তীব্র যানজট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় থেকে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকার সর্বস্তরের গণমানুষ।
বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী মোঃ আমিন সওদাগরের সভাপতিত্বে ও ব্যাংকার লায়ন মোঃ নিজাম উদ্দিন মামুনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বন্দর সিটিজেন ফোরামের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা সংগঠক হাজী হানিফ সওদাগর, ইপিজেড সিটিজেন ফোরাম সভাপতি মোঃ রোকনউদ্দিন মাহমুদ খলিল, বিশিষ্ট সমাজসেবক ও সিটিজেন ফোরাম সাধারণ সম্পাদক হাজী মোঃ মুজিবুল হক বকুল, সংগঠক মোঃ ফয়সাল, শিক্ষক মোঃ নাজিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ বদিউল আলম রেজভী, সাবেক সিভিল সার্জন ডাঃ মোঃ ইমতিয়াজ আহমেদ,সাবেক ছাত্রনেতা ইউসুফ রেজা মিন্টু, মোঃ আজম উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ হোসেন, প্রাইমুভার সমিতির আবুল হাশেম, মোঃ তাজ উদ্দিন, হাজী জাহিদুল আলম, নারীনেত্রী শাহেদা খানম মালা, ডাঃ নূরুল আলম, জহির উদ্দিন, মোঃ সেলিম, এডভোকেট আবু হানিফ, হাজী মোঃ হোসেন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল কলেজ, মাদ্রাসার অধ্যক্ষ এবং সামাজিক ফোরামের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দরা বন্দর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিকল্প সড়ক, জেটি গেট ২-৩ শত গজ দূরে করণ, সড়কের উপর ট্রাঙ্ক লরি কভার অহেতুক দাঁড় করানো, ট্রাফিক ব্যবস্থাপনা পরিবর্তন ,এছাড়া কয়েকটি স্থানে বিকল্প ফুট ওভারব্রিজ স্থাপন,এবং সিমেন্ট ক্রসিং মোড় থেকে বন্দর হালিশহর কাস্টম দিয়ে বিকল্প সড়কটি এবং সল্টগোলা রেলক্রসিং থেকে নিউমুরিং – নেভাল হয়ে বিমান বন্দর সড়কটি পূর্ণরায় খুলে দিলে এবং ফুটপাত ও মূল সড়কের অংশ অনৈতিক দখল ভাসমান দোকান বাজার উচ্ছেদ করে নিরাপদ সড়ক ব্যবস্থা চালুর দাবি উঠেছে। আগামী কয়েকদিনের মধ্যে এই বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে আয়োজক বন্দর ইপিজেড পতেঙ্গা সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ। এব্যাপারে সিডিএ চেয়ারম্যান, চসিক মেয়র, পুলিশ কমিশনার, বন্দর চেয়ারম্যান ও জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে উক্ত বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে জোর দাবি জানান। এই বিশাল মানববন্ধনে হাজার হাজার গনমানুষ, বিভিন্ন সংগঠনের ব্যানারে অংশগ্রহণ করেছে।