শিরোনাম
দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই: মুহাম্মদ সাইদুর রহমান সাংবাদিক শভ্র’র দায়ের করা মামলায়,আসামীদের গ্রেপ্তারে পুলিশ”সহ আইন শৃঙ্খলা বাহিনী হার্ড লাইনে ডুমুরিয়া চানপুরে ২০ কোটি টাকার সরকারি জমি দখল করে ভবন নির্মাণের কাজ চললেও প্রশাসন নীরব কুমিল্লা অন্ধকল্যান সমিতির ১৭ কোটি ২২ লক্ষ ৯৫ হাজার টাকা দুর্নীতির তদন্ত রিপোর্ট হিমাগারে জেসিআই ঢাকা প্রেস্টিজের ব্যতিক্রমধর্মী সাধারণ সভা অনুষ্ঠিত ঘুষের টাকায় রাজউকের চাকরি বাগিয়ে নিয়েছেন কামরুজ্জামান | পর্ব-০১ পুকুর ভরাট নিয়ে নিরব ভূমিকায় কুমিল্লার বেয়াদপ প্রশাসন বরিশাল সরকারি মডেল কলেজ: ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই জাতিকে সঠিক গন্তব্যে নিতে পারে: -মাওঃ আঃ জব্বার বৈষম্যহীন সমাজ গড়তে ইসলামী শাসন ব্যবস্থা জরুরী : -মাওলানা আঃ জব্বার

ছাত্রলীগ নেতার বাসভবনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

mdfaysalhawlader

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুল আলম পারভেজ এর বাড়িতে বিএনপি সন্ত্রাসীদের অতর্কিত হামলার প্রতিবাদে ১৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমতিয়াজ রাহাতের উদ্যেগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে নগরীর মিয়া খান নগর প্রধান সড়কের পাশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রাকিব, চট্রগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগ দিবা শাখার যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ সজীব, বৈকালিক শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ আবদুল্লাহ, বাকলিয়া থানা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক গিয়াস উদ্দিন রনি, লক্ষন দাশ।
বক্তৃতায় বক্তারা এই হামলার তীব্র নিন্দা প্রকাশ করেন এবং তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করেন। বক্তারা বলেন এমন নেক্কারজনক ঘটনা যেন আর না ঘটে এবং এই হামলার যেন সুষ্ঠু বিচার দাবি করেন তারা।

শফিকুল আলম পারভেজের সাথে কথা বললে তিনি দেশপত্র পত্রিকা কে বলেন গত ১৪ তারিখ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কর্মসূচীতে যোগদান উপলক্ষে আমার নিজ বাসভবনের সামনে ছাত্রলীগের একটি মিছিলের জমায়াত হয় উক্ত জমায়াত কে কেন্দ্র করে বিএনপি সন্ত্রাসীরা আমার বাসভবনে দেশীয় অস্ত্রশস্ত্র সহ নিয়ে হামলা করে।

উক্ত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাকলিয়া থানা সিএমপির দৃষ্টি আকর্ষণ করে, আসামিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জোর দাবি জানাচ্ছি।

Leave a Reply