শিরোনাম
কুমিল্লা অন্ধকল্যান সমিতির ১৭ কোটি ২২ লক্ষ ৯৫ হাজার টাকা দুর্নীতির তদন্ত রিপোর্ট হিমাগারে জেসিআই ঢাকা প্রেস্টিজের ব্যতিক্রমধর্মী সাধারণ সভা অনুষ্ঠিত ঘুষের টাকায় রাজউকের চাকরি বাগিয়ে নিয়েছেন কামরুজ্জামান | পর্ব-০১ পুকুর ভরাট নিয়ে নিরব ভূমিকায় কুমিল্লার বেয়াদপ প্রশাসন বরিশাল সরকারি মডেল কলেজ: ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই জাতিকে সঠিক গন্তব্যে নিতে পারে: -মাওঃ আঃ জব্বার বৈষম্যহীন সমাজ গড়তে ইসলামী শাসন ব্যবস্থা জরুরী : -মাওলানা আঃ জব্বার ধামরাইয়ে হবু পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙ্গে দিলেন পাত্রের বাবা। মিথ্যা সংবাদ করায় যুগান্তুর সাংবাদিক শাহিনের বিরুদ্ধে মামলা। সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ বিএপির নেতা গ্রেফতার

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ (জেসিআই বাংলাদেশ)-এর একটি বিশিষ্ট স্থানীয় অধ্যায় জেসিআই ঢাকা প্রেস্টিজ ৫ জুলাই ২০২৫ তারিখে বনানী, ঢাকায় একটি ব্যতিক্রমধর্মী সাধারণ সভা (Extraordinary General Assembly) আয়োজন করে, যেখানে সম্মানিত সদস্যবৃন্দ ও জাতীয় অতিথিরা উপস্থিত ছিলেন।

এই সভায় আনুষ্ঠানিকভাবে কাজী শাহ মুজাক্কের আহমাদুল হক ইসমাম-কে আগামী সময়ের জন্য জেসিআই ঢাকা প্রেস্টিজ-এর নতুন লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়। তার নেতৃত্বে অধ্যায়টি টেকসই উন্নয়ন, যুব ক্ষমতায়ন এবং সামাজিক প্রভাবমূলক কাজের প্রতি আরও প্রতিশ্রুতিবদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি হলো:
• এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট – জনাব সাইয়েদ সাহিব আহমেদ

• ভাইস প্রেসিডেন্ট – জনাব ফাহাদ আল ইসলাম
• ডিরেক্টর – জনাব শাহ রাফায়েত চৌধুরী
• ডিরেক্টর – জনাব আরবাব মুসা
• ডিরেক্টর – জনাব আবু বকর
• ডিরেক্টর – জনাব রাহাদ আবেদিন
• ডিরেক্টর – জনাব জামিউল ইসলাম বিশ্বাস
• ডিরেক্টর – মোহাম্মদ ইমাম হোসাইন
• কমিটি চেয়ার – শাফিল রাজ আসগর কবির
• কমিটি চেয়ার – ব্যারিস্টার রোবিউল আলম সইকত
• …এছাড়াও আরও অনেক দক্ষ ব্যক্তি অধ্যায়টির কৌশলগত লক্ষ্যপূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

সভায় উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের জাতীয় প্রেসিডেন্ট জনাব কাজী ফাহাদ, ন্যাশনাল প্রেসিডেন্টের উপদেষ্টা জনাব তাহসিন শেজান আজিম, ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট জনাব আরেফিন রাফি আহমেদ, এবং ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট জনাব মারুফ মুস্তাকিম মাহির, সহ অন্যান্য গণ্যমান্য অতিথিবৃন্দ।

নবনির্বাচিত লোকাল প্রেসিডেন্ট তার ভাষণে সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নৈতিক নেতৃত্ব, উদ্ভাবন এবং সমাজের কল্যাণে কার্যকর সেবা প্রদানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জেসিআই ঢাকা প্রেস্টিজ সম্পর্কে
জেসিআই ঢাকা প্রেস্টিজ হল জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (JCI) এর আওতাভুক্ত একটি প্রভাবশালী স্থানীয় অধ্যায়, যা ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ পেশাজীবীদের জন্য একটি বিশ্বব্যাপী নেতৃত্ব উন্নয়ন সংস্থা। এই অধ্যায়টি বাংলাদেশে সক্রিয় অংশগ্রহণ, কার্যকর নেতৃত্ব ও দায়িত্বশীল নাগরিকত্ব গঠনের একটি প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্যে কাজ করে।

Leave a Reply