টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৫ লক্ষ টাকা মূল্যের ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আজ মংগলবার ২৯ জুলাই সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৮ জুলাই সোমবার বিকেল ৩ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একজন অজ্ঞাতনামা ব্যক্তি কোস্ট গার্ড আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে হাতে থাকা একটি প্যাকেট ছুড়ে ফেলে দ্রুত পালিয়ে যায়।পরবর্তীতে, উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে উক্ত প্যাকেট থেকে ৫ লক্ষ টাকা মূল্যের ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকের হাত থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
You must be logged in to post a comment.