শিরোনাম
নিষিদ্ধ পলিথিন নির্মূল এবং জনসচেতনতা সৃষ্টিতে র‍্যাব-৩ এর কার্যক্রম শেবাচিমে সিন্ডিকেটের মূল হোতা দিচ্ছে সংস্কারের স্লোগান জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা “শিক্ষার স্বর্ণ দুয়ারে আবারও কালিমা লেপন” সিদ্দিক মেমোরিয়াল স্কুল-কলেজ এখন শিক্ষার্থীদের মরণফাঁদ ৫ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা দিবস: ছাত্র-জনতার অভ্যুত্থান স্মরণে জাতীয় যুব পরিষদের সভাপতি নিক্সনের বিবৃতি সুস্থ মানুষকে ‘মাদকাসক্ত’ বানিয়ে নির্যাতন: বীকন রিহ্যাব সেন্টারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কাজিপুরে ইউপি সচিব আবু সাঈদের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি ও মিথ্যা মামলার অভিযোগ মওদুদ দায়ের করা মামলা প্রত্যাহার করতে সাইবার অপরাধীসহ ও বিভিন্ন মহলের মিথ্যা পরিচয় দিয়ে নাশকতার চেস্টায়, থানায় জিডি দায়ের পলিথিন ও শব্দ দূষণ রোধে সারা দেশে জোরালো অভিযান বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা

নিষিদ্ধ পলিথিন নির্মূল এবং জনসচেতনতা সৃষ্টিতে র‍্যাব-৩ এর কার্যক্রম

Shariful Haque Pavel

রাষ্ট্রীয় পরিবেশনীতি ও জনস্বাস্থ্যের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে র‌্যাব বিভিন্ন সময় নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে।

২০০২ সালে বাংলাদেশ সরকার পলিথিন ব্যাগের উৎপাদন, পরিবহন, বাজারজাতকরণ ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করলেও বর্তমানে এর ব্যবহার এখনও লক্ষ্য করা যায়, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ।

এরই প্রেক্ষিতে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের অপকারিতা সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে বুধবার র‌্যাব-৩ এর উদ্যোগে রাজধানীর খিলগাঁও ও বাসাবো কাঁচাবাজার এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

উক্ত কার্যক্রমে সংশ্লিষ্ট বাজারের ব্যবসায়ী, দোকান মালিক ও সাধারণ জনগণের মাঝে পলিথিনের ক্ষতিকর দিক, বিকল্প পরিবেশবান্ধব পণ্য ব্যবহার এবং প্রচলিত আইনের আওতায় শাস্তির বিধান বিষয়ে অবহিত করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত দুইজন কর্মকর্তা উপস্থিত থেকে কার্যক্রমে সংহতি প্রকাশ করেন।

উক্ত কার্যক্রমের পাশাপাশি দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং পরিকল্পিত আভিযানিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, যা সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে।

Leave a Reply