শিরোনাম
দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই: মুহাম্মদ সাইদুর রহমান সাংবাদিক শভ্র’র দায়ের করা মামলায়,আসামীদের গ্রেপ্তারে পুলিশ”সহ আইন শৃঙ্খলা বাহিনী হার্ড লাইনে ডুমুরিয়া চানপুরে ২০ কোটি টাকার সরকারি জমি দখল করে ভবন নির্মাণের কাজ চললেও প্রশাসন নীরব কুমিল্লা অন্ধকল্যান সমিতির ১৭ কোটি ২২ লক্ষ ৯৫ হাজার টাকা দুর্নীতির তদন্ত রিপোর্ট হিমাগারে জেসিআই ঢাকা প্রেস্টিজের ব্যতিক্রমধর্মী সাধারণ সভা অনুষ্ঠিত ঘুষের টাকায় রাজউকের চাকরি বাগিয়ে নিয়েছেন কামরুজ্জামান | পর্ব-০১ পুকুর ভরাট নিয়ে নিরব ভূমিকায় কুমিল্লার বেয়াদপ প্রশাসন বরিশাল সরকারি মডেল কলেজ: ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই জাতিকে সঠিক গন্তব্যে নিতে পারে: -মাওঃ আঃ জব্বার বৈষম্যহীন সমাজ গড়তে ইসলামী শাসন ব্যবস্থা জরুরী : -মাওলানা আঃ জব্বার

পাবনায় রিভলবার ও দুইরাউন্ড গুলি সহ গ্রেফতার ১

শরিফুল ইসলাম, পাবনা থেকেঃ পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মুক্তার নামক এক ব্যক্তিকে একটি রিভলবার ও দুইরাউন্ড গুলি সহ গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পাবনা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসীর নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে বিভিন্ন সময় পাবনা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।  এ অভিযানের ধারা অব্যাহত রাখতে তারই অংশ হিসেবে আজ ১৫ ই জুলাই ভোর ৫ঃ১৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলম এর সার্বিক তত্বাবধায়নে এবং ওসি, ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) সাগর কুমার সাহা, এএসআই (নিরস্ত্র) মোঃ রুহুল আমিন বিপিএম সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার আটঘরিয়া থানা এলাকার চকচৌকিবাড়ী গ্রামের পাটকাঠি পোড়ানো ফ্যাক্টরী (কার্বন ফ্যাক্টরী) এর পাহারাদারের টিনের তৈরী শয়নকক্ষ থেকে পাহারাদার মুক্তার এর নিকট হইতে একটি লোহার তৈরী ছয় চেম্বার বিশিষ্ট রিভলবার এবং দুই রাউন্ড গুলি সহ গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার কৃত অবৈধ আগ্নেয়াস্ত্রধারী হলেনঃ- পাবনা সদর থানার পয়দা গ্রামের মোঃ এসকেন আলীর ছেলে মোঃ মুক্তার (৫৫)। বর্তমানে মুক্তার এর বসবাস পাবনা জেলার আটঘরিয়া থানার চকচৌকিবাড়ী গ্রামে। অবৈধ আগ্নেয় অস্ত্রধারী মুক্তারের বিরুদ্ধে আটঘরিয়া থানায় মামলা নং ০৫ তারিখ-১৫/০৭/২০২৩ ধারা- The Arms Act, 1878 Gi 19A/19(f) রজু করা হয়েছে।

Leave a Reply

আরও পড়ুন