শিরোনাম
ডুমুরিয়া চানপুরে ২০ কোটি টাকার সরকারি জমি দখল করে ভবন নির্মাণের কাজ চললেও প্রশাসন নীরব কুমিল্লা অন্ধকল্যান সমিতির ১৭ কোটি ২২ লক্ষ ৯৫ হাজার টাকা দুর্নীতির তদন্ত রিপোর্ট হিমাগারে জেসিআই ঢাকা প্রেস্টিজের ব্যতিক্রমধর্মী সাধারণ সভা অনুষ্ঠিত ঘুষের টাকায় রাজউকের চাকরি বাগিয়ে নিয়েছেন কামরুজ্জামান | পর্ব-০১ পুকুর ভরাট নিয়ে নিরব ভূমিকায় কুমিল্লার বেয়াদপ প্রশাসন বরিশাল সরকারি মডেল কলেজ: ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই জাতিকে সঠিক গন্তব্যে নিতে পারে: -মাওঃ আঃ জব্বার বৈষম্যহীন সমাজ গড়তে ইসলামী শাসন ব্যবস্থা জরুরী : -মাওলানা আঃ জব্বার ধামরাইয়ে হবু পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙ্গে দিলেন পাত্রের বাবা। মিথ্যা সংবাদ করায় যুগান্তুর সাংবাদিক শাহিনের বিরুদ্ধে মামলা।

নিজস্ব প্রতিবেদক: মাইনুল ইসলাম মহিন

 

দুই দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। সাবেক এই প্রধানমন্ত্রী দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দি ছিলেন।

নবায়নকৃত পাসপোর্ট হাতে পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল (মঙ্গলবার) তার পাসপোর্ট নবায়নের প্রক্রিয়া সম্পন্ন হয়।

এরপর খালেদা জিয়ার প্রতিনিধি নতুন মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সংগ্রহ করেছেন। আজ (বুধবার) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জনসংযোগ কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

এর আগে মঙ্গলবার কারাগার থেকে মুক্তি পান খালেদা জিয়া। বঙ্গভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বৈঠকের পর তার মুক্তির সিদ্ধান্ত হয়।

দুই দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। সাবেক এই প্রধানমন্ত্রী দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দি ছিলেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সংক্রান্ত দুর্নীতির মামলায় সরকার ২৫ মার্চ ২০২০ তারিখে একটি নির্বাহী আদেশের মাধ্যমে খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে তাকে মুক্তি দেয়।

তারপর থেকে আবেদনের ভিত্তিতে খালেদা জিয়ার মুক্তির সময় প্রতি ছয় মাস বাড়ানো হয়েছে। তবে সাজা স্থগিত হওয়ার সময় তার চলাচলে সীমাবদ্ধতা ছিল।

Leave a Reply