শিরোনাম
দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই: মুহাম্মদ সাইদুর রহমান সাংবাদিক শভ্র’র দায়ের করা মামলায়,আসামীদের গ্রেপ্তারে পুলিশ”সহ আইন শৃঙ্খলা বাহিনী হার্ড লাইনে ডুমুরিয়া চানপুরে ২০ কোটি টাকার সরকারি জমি দখল করে ভবন নির্মাণের কাজ চললেও প্রশাসন নীরব কুমিল্লা অন্ধকল্যান সমিতির ১৭ কোটি ২২ লক্ষ ৯৫ হাজার টাকা দুর্নীতির তদন্ত রিপোর্ট হিমাগারে জেসিআই ঢাকা প্রেস্টিজের ব্যতিক্রমধর্মী সাধারণ সভা অনুষ্ঠিত ঘুষের টাকায় রাজউকের চাকরি বাগিয়ে নিয়েছেন কামরুজ্জামান | পর্ব-০১ পুকুর ভরাট নিয়ে নিরব ভূমিকায় কুমিল্লার বেয়াদপ প্রশাসন বরিশাল সরকারি মডেল কলেজ: ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই জাতিকে সঠিক গন্তব্যে নিতে পারে: -মাওঃ আঃ জব্বার বৈষম্যহীন সমাজ গড়তে ইসলামী শাসন ব্যবস্থা জরুরী : -মাওলানা আঃ জব্বার

ফুড এন্ড এসেনশিয়াল গুডস সাপোর্ট প্রোগ্রাম উপলক্ষে গুডনেইবার্স বাংলাদেশ, দোহার সিডিপি কর্তৃক শিশুদের মাঝে পণ্য বিতরণ

Nasir Uddin Pollob

দোহার প্রতিনিধি (ঢাকা) :

ঢাকার দোহারে গুড নেইবার্স বাংলাদেশ, দোহার সিডিপি কর্তৃক ৩০শে জানুয়ারি ২০২৪ ইং তারিখে “ফুড এন্ড এসেনশিয়াল গুডস সাপোর্ট প্রোগ্রাম উপলক্ষে “একটি বিতরন কার্যক্রমের আয়োজন করা হয়। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন দোহার উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার খান, দোহার আওয়ামিলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম করম আলি, এবং লায়লা আফজাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বজলুর রহমান। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিডিসি সভাপতি জনাব একলাল উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন সিমবায়োসিস এর প্রজেক্ট ম্যানেজার আবুল কালাম। সিডিপি ম্যানেজার, শাহারিয়ার হোসেন শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বিতরন কার্যক্রমের সূচনা করেন। প্রধান আতিথি ডাঃ মোঃ জসিম উদ্দিন সন্তুষ্টি প্রকাশ করেন এবং বলেন দোহারের দুঃস্থ এবং গরিব শিশুদের উদ্দেশ্যে গুড নেইবার্সের এই গৃহিত উদ্যোগ আসলেই প্রশংনীয়। যুব উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার খান বলেন, আজকের এই কার্জক্রম শিশু, অবিভাবক এবং আমাদেরকে শিশুশিক্ষা এবং আরো ভালো কাজের জন্য উৎসাহিত করবে।আলোচনা শেষে মোট ৩০০জন শিশুর মধ্যে কিছু খাদ্যদ্রব্য এবং পণ্য সামগ্রি বিতরন করা হয়। প্রদত্ত খাদ্যদ্রব্য এবং পণ্য সামগ্রির মধ্যে ফ্রেশ গুড়া দুধ, মসুর ডাল, ফ্রেশ চিনি, মেরিল সোপ ও ভ্যাজলিন, প্রতিবেশি সরিষার তেল, মাম পট, টিফিন বক্স, এবং রিভাইব লোশন এবং একটি টিস্যু ব্যাগ ছিল।

Leave a Reply