শিরোনাম
দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই: মুহাম্মদ সাইদুর রহমান সাংবাদিক শভ্র’র দায়ের করা মামলায়,আসামীদের গ্রেপ্তারে পুলিশ”সহ আইন শৃঙ্খলা বাহিনী হার্ড লাইনে ডুমুরিয়া চানপুরে ২০ কোটি টাকার সরকারি জমি দখল করে ভবন নির্মাণের কাজ চললেও প্রশাসন নীরব কুমিল্লা অন্ধকল্যান সমিতির ১৭ কোটি ২২ লক্ষ ৯৫ হাজার টাকা দুর্নীতির তদন্ত রিপোর্ট হিমাগারে জেসিআই ঢাকা প্রেস্টিজের ব্যতিক্রমধর্মী সাধারণ সভা অনুষ্ঠিত ঘুষের টাকায় রাজউকের চাকরি বাগিয়ে নিয়েছেন কামরুজ্জামান | পর্ব-০১ পুকুর ভরাট নিয়ে নিরব ভূমিকায় কুমিল্লার বেয়াদপ প্রশাসন বরিশাল সরকারি মডেল কলেজ: ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই জাতিকে সঠিক গন্তব্যে নিতে পারে: -মাওঃ আঃ জব্বার বৈষম্যহীন সমাজ গড়তে ইসলামী শাসন ব্যবস্থা জরুরী : -মাওলানা আঃ জব্বার

বানিয়াচংয়ে বিশেষ আইন- শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

mdfaysalhawlader

নুরফল মিয়া, হবিগঞ্জ থেকেঃ শারদীয় দুর্গোৎসব- ২০২৩ উদযাপন উপলক্ষে বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক- নির্দেশনা মুলক বক্তব্য দিয়েছেন গন-মানুষের প্রিয়নেতা জনাব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এম.পি মহোদয়।

প্রধান অতিথি বক্তব্যে বলেন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ দেশের সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে তিনি বলেন বাংলাদেশ ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। ‘ধর্ম যার যার উৎসব সবার’ এ আপ্ত বাক্যে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসঙ্গে উৎসব পালন করব।সকলে মিলে যুদ্ধ করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এই দেশ আমাদের সকলের।

আশা করি, বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সরকারের রূপকল্প স্মার্ট বাস্তবায়নে সক্ষম হবেন। দুর্গা-পূজার মূল শিক্ষা হচ্ছে, নিজের বোধ শক্তিকে উন্নত করে সুন্দর সমাজ প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করা। এই পূজার মাধ্যমে আমরা নিজেদের সব অন্যায় কাজ থেকে দূরে থাকার শিক্ষাও পাই। দেবী দুর্গার আরাধনায় সকল অশুভ শক্তি বিনাশ হয়ে শুভ শক্তির অভ্যুদয় ঘটুক- এটাই হোক সবার প্রার্থনা।

১৪ অক্টোবর সকালে বানিয়াচং উপজেলা পরিষদের অডিটরিয়ামে শারদীয় দুর্গোৎসব- ২০২৩ উদযাপন উপলক্ষে বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নূপুর দেবের পরিচালনায়,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি জনাব আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান জনাব ফারুক আমীন, মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারী কমিশনার ভূমি জনাব মোঃ সাইফুল ইসলাম, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ জনাব দেলোয়ার হোসেন, ১নং উত্তর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান জনাব মিজানুর রহমান খান, ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন, ৬নং কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ এরশাদ আলী।

৭নং বড়ইউড়ি ইউনিয়নের চেয়ারম্যান জনাব ফরিদ আহমেদ, ১২নং সুজাতপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব সাদিকুর রহমান, ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান জনাব নাছির উদ্দিন, চেয়ারম্যান আহাদ মিয়া,হিন্দু বৌদ্ধ খৃষ্টান পরিষদ সভাপতি স্বপন কুমার দাস, আইনশৃঙ্খলা কমিটির সদস্য মাওলানা আতাউর রহমান, শেখ শাহনেওয়াজ ফুল মিয়া।

সাবেক ভাইস চেয়ারম্যান জনাব প্রিয়তোষ রঞ্জন দেব, পূজা উদযাপন পরিষদের সভাপতি মাধব দেব, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সেক্রেটারি জনাব কাজল চ্যার্টাজি,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিপুল ভূষন রায়, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, সাংবাদিকবৃন্দ, দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দীর্ঘক্ষণ আলোচনা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার ১২৩ টি পূজা মন্ডপের ৫০০ কেজি করে ৬১ মেট্রিক টন চাল পূজা মন্ডুপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দিয়েছেন মানবিক এমপি আব্দুল মজিদ খান মহোদয়।

Leave a Reply