শিরোনাম
দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই: মুহাম্মদ সাইদুর রহমান সাংবাদিক শভ্র’র দায়ের করা মামলায়,আসামীদের গ্রেপ্তারে পুলিশ”সহ আইন শৃঙ্খলা বাহিনী হার্ড লাইনে ডুমুরিয়া চানপুরে ২০ কোটি টাকার সরকারি জমি দখল করে ভবন নির্মাণের কাজ চললেও প্রশাসন নীরব কুমিল্লা অন্ধকল্যান সমিতির ১৭ কোটি ২২ লক্ষ ৯৫ হাজার টাকা দুর্নীতির তদন্ত রিপোর্ট হিমাগারে জেসিআই ঢাকা প্রেস্টিজের ব্যতিক্রমধর্মী সাধারণ সভা অনুষ্ঠিত ঘুষের টাকায় রাজউকের চাকরি বাগিয়ে নিয়েছেন কামরুজ্জামান | পর্ব-০১ পুকুর ভরাট নিয়ে নিরব ভূমিকায় কুমিল্লার বেয়াদপ প্রশাসন বরিশাল সরকারি মডেল কলেজ: ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই জাতিকে সঠিক গন্তব্যে নিতে পারে: -মাওঃ আঃ জব্বার বৈষম্যহীন সমাজ গড়তে ইসলামী শাসন ব্যবস্থা জরুরী : -মাওলানা আঃ জব্বার

বালুচর বাজারে চাঁদা তুলতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছে মাছ ব্যবসায়ী খোকন সরকার 

S M Rashed Hassan

নিজস্ব প্রতিবেদক //
মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা বালুচর ইউনিয়নের বালুচর বাজারের দোকানিদের কাছ থেকে চাঁদা তুলতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন বাজারের মাছ ব্যবসায়ী খোকন সরকার (৪৮)। গত (৩১ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে বালুচর বাজারে এ ঘটনা ঘটে।  চাঁদা তুলতে বাধা দিতে গিয়ে আহত হয়েছে সাধারণ মানুষও দোকানিরা।
জানা গেছে বালুচর ইউনিয়নের মোল্লা কান্দি গ্রামের হাসমত সরকারের ছেলে খোকন সরকার( ৪৮) জোরপূর্বক দোকানিদের কাছ থেকে চাঁদা তুলছিল।
এ বিষয়ে মাছ ব্যবসায়ী খোকন সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলও তাকে পাওয়া যায় নাই।
অন্যদিকে বালুচর বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ আমির হোসেন বলেন দেশের পরিস্থিতি ও ব্যবসায়ীদের দিক চিন্তা করে বাজারের খাজনা ও পাহারাদারের বেতন তোলা বন্ধ রেখেছে।
হঠাৎ শুনি বাজারের মাছ ব্যবসায়ী খোকন সরকার কিছু আওয়ামী লীগের লোকজন নিয়ে বাজার থেকে চাঁদা তুলছেন এ বিষয়ে কিছু দোকানদার তাকে বাধা দিয়েছেন কিন্তু সে শোনে নাই। পরে এলাকার লোকজন তাকে হালকা-পাতলা কিল ঘুসি দিয়েছে।
এ বিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ জানান বালুচর বাজার থেকে চাঁদা উঠানো সম্পূর্ণ নিষেধ। চাঁদা তোলার বিষয়টা আমি একজনের কাছ থেকে শুনেছি এবিষয়ে সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর কেউ যদি চাঁদা দাবি করে তাকে বেঁধে রেখে আমাদেরকে জানাবেন।

Leave a Reply