শিরোনাম
দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই: মুহাম্মদ সাইদুর রহমান সাংবাদিক শভ্র’র দায়ের করা মামলায়,আসামীদের গ্রেপ্তারে পুলিশ”সহ আইন শৃঙ্খলা বাহিনী হার্ড লাইনে ডুমুরিয়া চানপুরে ২০ কোটি টাকার সরকারি জমি দখল করে ভবন নির্মাণের কাজ চললেও প্রশাসন নীরব কুমিল্লা অন্ধকল্যান সমিতির ১৭ কোটি ২২ লক্ষ ৯৫ হাজার টাকা দুর্নীতির তদন্ত রিপোর্ট হিমাগারে জেসিআই ঢাকা প্রেস্টিজের ব্যতিক্রমধর্মী সাধারণ সভা অনুষ্ঠিত ঘুষের টাকায় রাজউকের চাকরি বাগিয়ে নিয়েছেন কামরুজ্জামান | পর্ব-০১ পুকুর ভরাট নিয়ে নিরব ভূমিকায় কুমিল্লার বেয়াদপ প্রশাসন বরিশাল সরকারি মডেল কলেজ: ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই জাতিকে সঠিক গন্তব্যে নিতে পারে: -মাওঃ আঃ জব্বার বৈষম্যহীন সমাজ গড়তে ইসলামী শাসন ব্যবস্থা জরুরী : -মাওলানা আঃ জব্বার

ব্যারিস্টার নাজমুল হুদার কবর জিয়ারতে মাধ্যমে তৃণমূল বিএনপির নির্বাচনী প্রচারণা..

দোহার প্রতিনিধি : তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার কবর জিয়ারতের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল দলটি।

তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, নাজমুল হুদার কন্যা অন্তরা সেলিমা হুদার নেতৃত্বে শুক্রবার বাদ জুম্মাহ ঢাকার দোহার উপজেলা মুকসুদপুর ইউনিয়ন এর বেথুয়া গ্রামে প্রয়াত নেতার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

অন্তরা সেলিমা হুদা এ সময় সাংবাদিকদের জানান, আজ (২৩ জুন) দলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন। সে নির্বাচনে তৃণমূল বিএনপি অংশগ্রহণ করবে। সোনালী আঁশ দলীয় প্রতীকে নির্বাচন করবেন দলটির মহাসচিব মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান।

অন্তরা সেলিমা হুদা বলেন, তার প্রয়াত বাবা ব্যারিস্টার নাজমুল হুদা চেয়েছিলেন গণমানুষের মুক্তির অধিকার প্রতিষ্ঠা করতে। সেই লক্ষ্যে তার দল কাজ করবে। আজ তাকে স্মরণের মধ্যে দিয়ে দলটি আজ তাদের কার্যক্রম শুরু করলো। এগিয়ে আসলো নির্বাচনে অংশগ্রহণে। আগামী সংসদ নির্বাচনেও তৃণমূল বিএনপি অংশগ্রহণ করবে। দলের নীতিগত সিদ্ধান্তে দেশবাসীর দোয়া ও ভালবাসায় এগিয়ে যাবে আগামীর পথে।

দোয়া ও মোনাজাতে দলটির মহাসচিব মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান ছাড়াও যুগ্ম-মহাসচিব আক্কাছ আলী খান, চেয়ার পার্সনের একান্ত প্রেস সচিব তারেক হোসেন, কামাল মোড়ল সহ অসংখ্য নেতাকর্মী ও এলাকাবাসীরা অংশ নেন।

প্রসঙ্গত, গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যু হলে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়। সংসদের কোন আসন শূন্য হলে নব্বই দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। পরদিন হবে প্রতীক বরাদ্দ। সর্বশেষে ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে এই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে।

Leave a Reply