শিরোনাম
দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই: মুহাম্মদ সাইদুর রহমান সাংবাদিক শভ্র’র দায়ের করা মামলায়,আসামীদের গ্রেপ্তারে পুলিশ”সহ আইন শৃঙ্খলা বাহিনী হার্ড লাইনে ডুমুরিয়া চানপুরে ২০ কোটি টাকার সরকারি জমি দখল করে ভবন নির্মাণের কাজ চললেও প্রশাসন নীরব কুমিল্লা অন্ধকল্যান সমিতির ১৭ কোটি ২২ লক্ষ ৯৫ হাজার টাকা দুর্নীতির তদন্ত রিপোর্ট হিমাগারে জেসিআই ঢাকা প্রেস্টিজের ব্যতিক্রমধর্মী সাধারণ সভা অনুষ্ঠিত ঘুষের টাকায় রাজউকের চাকরি বাগিয়ে নিয়েছেন কামরুজ্জামান | পর্ব-০১ পুকুর ভরাট নিয়ে নিরব ভূমিকায় কুমিল্লার বেয়াদপ প্রশাসন বরিশাল সরকারি মডেল কলেজ: ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই জাতিকে সঠিক গন্তব্যে নিতে পারে: -মাওঃ আঃ জব্বার বৈষম্যহীন সমাজ গড়তে ইসলামী শাসন ব্যবস্থা জরুরী : -মাওলানা আঃ জব্বার

মাদারগঞ্জে দূর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

mdfaysalhawlader

নাসির উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষে আমরা দূর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ এ প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় মাদারগঞ্জ উপজেলা চত্বরে দূর্নীতি বিরোধী মানববন্ধন শেষে উপজেলা পরিষদ যমুনা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত।

প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। সঞ্চালনায় উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা, বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস এম রেজাউল করিম, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আসাবুদৌলা চৌধুরী মুকুল, মাদারগঞ্জ পৌরসভার কাউন্সিলর হাসানুজ্জামান সাগর, মাদারগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলি।

মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু বিএসসি প্রমূখ। এ সময় মাদারগঞ্জ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মোশারফ হোসেন, ইউএনও অফিসের কর্মচারীবৃন্দ, সূধী বৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনে উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটি মাদারগঞ্জ।

Leave a Reply