শিরোনাম
দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই: মুহাম্মদ সাইদুর রহমান সাংবাদিক শভ্র’র দায়ের করা মামলায়,আসামীদের গ্রেপ্তারে পুলিশ”সহ আইন শৃঙ্খলা বাহিনী হার্ড লাইনে ডুমুরিয়া চানপুরে ২০ কোটি টাকার সরকারি জমি দখল করে ভবন নির্মাণের কাজ চললেও প্রশাসন নীরব কুমিল্লা অন্ধকল্যান সমিতির ১৭ কোটি ২২ লক্ষ ৯৫ হাজার টাকা দুর্নীতির তদন্ত রিপোর্ট হিমাগারে জেসিআই ঢাকা প্রেস্টিজের ব্যতিক্রমধর্মী সাধারণ সভা অনুষ্ঠিত ঘুষের টাকায় রাজউকের চাকরি বাগিয়ে নিয়েছেন কামরুজ্জামান | পর্ব-০১ পুকুর ভরাট নিয়ে নিরব ভূমিকায় কুমিল্লার বেয়াদপ প্রশাসন বরিশাল সরকারি মডেল কলেজ: ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই জাতিকে সঠিক গন্তব্যে নিতে পারে: -মাওঃ আঃ জব্বার বৈষম্যহীন সমাজ গড়তে ইসলামী শাসন ব্যবস্থা জরুরী : -মাওলানা আঃ জব্বার

লৌহজংয়ে ট্রলার ডুবিঃ ড্রেজার-বালু ব্যবসায়ী যুবলীগ নেতা জাহিদ ও ছাত্রলীগ নেতা পাপ্পুর বিরুদ্ধে মামলা

mdfaysalhawlader

সোহাগ আকন, মুন্সীগঞ্জের লৌহজংয়ে ট্রলার ডুবিতে নিহতের ঘটনায় ড্রেজার-বালু ব্যবসায়ী সিরাজদিখান উপজেলা যুবলীগ নেতা জাহিদ শিকদার ও ছাত্রলীগ নেতা পারভেজ চোকদার পাপ্পুর বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলাটি করেন ভয়ানক সেই ট্রলার ডুবি থেকে স্বজন হারিয়ে বেঁচে ফেরা রুবেল শেখ। তিনি গতকাল রবিবার লৌহজং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযোগটি তদন্ত করে আজ সোমবার মামলা হিসেবে নথিভুক্ত করে।

মামলায় সিরাজদিখান উপজেলা যুবলীগের আহ্বায়ক সদস্য জাহিদ শিকদারকে ২ নম্বর ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পুকে ৩ নম্বর আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করা হয়।

এ ঘটনায় যুবলীগ নেতা জাহিদ শিকদার ও ছাত্রলীগ নেতা পারভেজ চোকদার পাপ্পুর বাসায় গেলে তাদের সন্ধান পাওয়া যায়নি। এমনকি ফোনও বন্ধ করে রেখেছেন তারা।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ঈমাম হোসেন, মামলাটি আমাদের থানায় হওয়ার পর নৌ-পুলিশ মামলাটি নিয়ে তদন্ত করছে। তবে বাল্কহেডটি পুলিশের হেফাজতে রয়েছে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মাহবুবুর রহমান বলেন দেশ রূপান্তরকে বলেন, এই ঘটনার সাথে জড়িত সুকানি ও ড্রাইভারসহ সকল আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় যুবলীগ-ছাত্রলীগ যে কোন প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকুক না কেনো, আইনের ঊর্ধ্বে কেউ না। সবাইকেই আইনের আওতায় আনা হবে

Leave a Reply