আজ সকাল ১১টায় রাজধানীর মিরপুরে হুজুর হযরত শাহ আলী (রহ.) মাজার প্রাঙ্গণে কাঁচামাল আরতদার ও ব্যবসায়ীদের উদ্যোগে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন ধরে শাহ আলী মাজার শরিফের জমি ভাড়া নিয়ে এই কাঁচামাল আরত পরিচালিত হয়ে আসছে। এটি শুধু একটি আরত নয়, এখানকার হাজারো মানুষের রুটি-রুজির একমাত্র উৎস। প্রতিদিন মাজার পরিচালনা কমিটির সঙ্গে চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে জমি ভাড়া পরিশোধ করে আসছেন ব্যবসায়ীরা।
কিন্তু হঠাৎ করেই মাজার পরিচালনা কমিটি চলমান আরত ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং সেটি ব্যবসায়ীদের ওপর চাপিয়ে দেন। এই সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ী সমিতির পক্ষে এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যে আদালতে একটি মামলা করা হয়েছে। পাশাপাশি তারা আজকের এই মানববন্ধনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে তাদের দাবি ও প্রতিবাদ জানান।
মানববন্ধনে শতাধিক আরতদার মালিক, ব্যবসায়ী ও স্থানীয় কর্মজীবীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “আমরা নিয়মিত ভাড়া দিচ্ছি, তাহলে কেন আমাদের হঠাৎ করে উচ্ছেদ করা হবে? আমরা সম্মানের সঙ্গে ব্যবসা করতে চাই, সংঘর্ষ নয়।”
তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে ন্যায্য সমাধান দাবি করেন এবং মাজার পরিচালনা কমিটির এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।