শিরোনাম
দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই: মুহাম্মদ সাইদুর রহমান সাংবাদিক শভ্র’র দায়ের করা মামলায়,আসামীদের গ্রেপ্তারে পুলিশ”সহ আইন শৃঙ্খলা বাহিনী হার্ড লাইনে ডুমুরিয়া চানপুরে ২০ কোটি টাকার সরকারি জমি দখল করে ভবন নির্মাণের কাজ চললেও প্রশাসন নীরব কুমিল্লা অন্ধকল্যান সমিতির ১৭ কোটি ২২ লক্ষ ৯৫ হাজার টাকা দুর্নীতির তদন্ত রিপোর্ট হিমাগারে জেসিআই ঢাকা প্রেস্টিজের ব্যতিক্রমধর্মী সাধারণ সভা অনুষ্ঠিত ঘুষের টাকায় রাজউকের চাকরি বাগিয়ে নিয়েছেন কামরুজ্জামান | পর্ব-০১ পুকুর ভরাট নিয়ে নিরব ভূমিকায় কুমিল্লার বেয়াদপ প্রশাসন বরিশাল সরকারি মডেল কলেজ: ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই জাতিকে সঠিক গন্তব্যে নিতে পারে: -মাওঃ আঃ জব্বার বৈষম্যহীন সমাজ গড়তে ইসলামী শাসন ব্যবস্থা জরুরী : -মাওলানা আঃ জব্বার

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শেরপুর প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান

Mehraz Rabbi

শেরপুর  প্রতিনিধি : শ্রীবরদী উপজেলার গারো পাহাড় সীমান্তে চার সাংবাদিকের ওপর চোরাকারবারীদের হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে স্মারকলিপি প্রদান করেছে শেরপুর প্রেসক্লাব। শনিবার (২৫জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়।এসময় শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা বলেন, প্রেসক্লাবের কর্মকর্তারা আইনের উপর আস্থা রেখে আইনের প্রচলিত ধারায় হামলাকারীদের বিরুদ্ধে গত ২৩ জানুয়ারি রাতে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন। প্রেসক্লাবের নেতৃবৃন্দ আইনের প্রতি শ্রদ্ধা রেখে মামলা ব্যাতিত অন্য কোনো কর্মসূচি গ্রহণ করেননি। কিন্তু উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, ঘটনার তিন দিন অতিবাহিত হলেও অভিযুক্ত কাউকে আইনের আওতায় আনা হয়নি। এমন ঘটনায় সাংবাদিকরা শঙ্কিত। তাই অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনাসহ গ্রেপ্তারের দাবী জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।এসময় শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ অন্যান্য কর্মকর্তা ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply