মোঃ আতিক ইসলাম, তেকসাসঃ
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনার সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন ওই সাংবাদিক। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস)।
শুক্রবার (৮ আগস্ট) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায় সংগঠনটি।
সংগঠনটির নেতারা বলেন, একজন স্বাধীন সাংবাদিককে এভাবে নৃশংসভাবে হত্যা গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতার ওপর বড় ধরনের আঘাত।
সংগঠনটির বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত আটটার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।
তেকসাস নেতারা বলেন, “এ ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাংবাদিকদের ওপর হামলা ও হত্যা বন্ধ না হওয়ায় এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে। আমরা এই হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে আর কোনো সাংবাদিক প্রাণ না হারায়।
বিবৃতিতে শহীদ সাংবাদিক তুহিনের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।