শিরোনাম
সাংবাদিক তুহিন হত্যা মামলার আসামি দ্রুত গ্রেফতারে পুলিশ সদস্যদের পুরস্কৃত সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের নাশকতার মামলায় জাকির গ্রেফতার তুহিনসহ সকল সাংবাদিক হত্যা নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে: শিবলী সাদিক খান সাংবাদিক সুরক্ষা আইন চাই: সোহাগ আরেফিন অপছন্দের ল্যাবে পরীক্ষা: চিকিৎসা সেবা বন্ধ করে দিলেন চিকিৎসক প্রতিবন্ধী দত্তক কন্যাকে ধর্ষণ, বাবা গ্রেফতার তুহিন হত্যার বিচারের দাবিতে নবীনগর প্রেসক্লাবের মানববন্ধন স্বাধীনতার পক্ষে-বিপক্ষে বক্তব্য দিয়ে জাতিকে আর বিভক্ত করা যাবে না: সালাহউদ্দিন আহমদ সারাদেশে টিসিবির ভ্রাম্যমাণ পণ্য বিক্রয় কার্যক্রম শুরু রোববার এবার গাজীপুরে ব্রিজের নিচে মিলল নারীর লাশ

সাংবাদিক তুহিন হত্যা মামলার আসামি দ্রুত গ্রেফতারে পুলিশ সদস্যদের পুরস্কৃত

S M Rashed Hassan

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরে চাঞ্চল্যকর সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার আসামিদের দ্রুততম সময়ে গ্রেফতার করায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ডিবি (উত্তর ও দক্ষিণ) ও বাসন থানার অভিযানিক দল এবং এলআইসি, জিএমপি’র সদস্যদের পুরস্কৃত করেছেন জিএমপি কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান।

রবিবার (১০ আগস্ট) কমিশনারের কার্যালয়ে এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন জিএমপি কমিশনার।

এসময় মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্রুত ও সফল অভিযান পুলিশের দক্ষতা ও পেশাদারিত্বের প্রমাণ।

উল্লেখ্য, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গত (তারিখ উল্লেখযোগ্য) গাজীপুরে নির্মমভাবে হত্যা করা হয়, যা স্থানীয় ও জাতীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

Leave a Reply