সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ দায়ের করা মামলাপ্রত্যাহার বিভিন্ন প্রশাসনের মিথ্যা পরিচয়ে গ্রেপ্তার ও গুমের আল্টিমেটাম,পরিবার ও নিজ নিরাপত্তায় থানায় সাধারন ডায়েরি দায়ের। তারিখঃ-৪/৮/২০২৫,জিডি নং-২১২.জিডি ট্র্যাকিং নং-25D8H0
আমি মওদুদ আব্দুল্লাহ,জাতীয় পরিচয় পত্র নং-28045 16843(৩৬), পিতা:আব্দুল ওয়াদুদ ভূইয়া,মাতা:হালিমা বানু, ইসলামপুর পুরাতন চৌধুরীপাড়া আলোছায়া হোল্ডিং ৭৩ ডাকঘর কুমিল্লা আদর্শ সদর ৩৫০০ থানা কুমিল্লা কোতোয়ালি জেলা কুমিল্লা
মোবাইল নং ০১৭১১ ৪৩২২৬৯
অজ্ঞাত নামা নারী পুরুষ কুক্রিয় মহল। গত ৩ ই আগস্ট ২০২৫ ইং রাত আটটা ত্রিশ মিনিট পুরাতন চৌধুরীপাড়া ইসলামপুর সড়ক বাসার নাম আলোছায়া দ্বিতীয় তলা দ্বিতীয় ভবন,ওয়ার্ড নং চার, আমার মোবাইল নাম্বার ০১ ৭১১৪৩২২৬৯
আমি পেশায় একজন জাতীয় অনলাইন পত্রিকার সাংবাদিক কর্মজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ী। বিবাদীগণ আমার পূর্ব থেকে মুখ পরিচিত বিবাদীগণ খারাপ ও উশৃংখল প্রকৃতির লোক। তাহারা গায়ের জোরে এলাকায় বিভিন্ন অপকর্ম করিয়া থাকে আমি সাংবাদিকতার সাথে মানবাধিকার সদস্য হিসেবে বিভিন্ন ধরনের সালিশ ও বিচার পরিচালনা করতে হয় তার ঐ ধারাবাহিকতায় সহ আমার দায়ের করা কুমিল্লা জর্জ কোটে দ্রুত বিচার আইনের মামলায় ৩৬/২৪,তারিখ, ১৯/৮/২৪ইং(চাঁদাবাজি সহ বিবিধ অপরাধ)এবং অপরাধে অভিযুক্ত অস্ত্রধারী আসামিগণ (13/09/2024,রবিবার), (16/09/2024,বুধবার),আমার ব্যবহৃত মোবাইল ফোনে কল করিয়া এবং এসএমএস দিয়া চাঁদাবাজি সহ আমিও আমার পরিবারকে গণহত্যার হুমকি দেয়। অতঃপর আমার দায়ের করা কুমিল্লা কোতোয়ালি মডেল থানা মামলা নং ৪১/৮৫০(জখমী) সহ বিবিধ অপরাধে মামলা দায়ের করি। অতঃপর আসামিরা অত্যান্ত বর্বর ও তথ্য প্রযুক্তিগত পারদর্শী এবং অস্ত্রধারী সন্ত্রাসী হওয়াতে মামলা দায়ের করি অতঃপর কুমিল্লা কোতোয়ালি মডেল থানা জিডি নং-২২২,তাং-৩/২/২৫ইং,সাইবার অপরাধ আইসিটি তথ্য প্রযুক্তি অপরাধ প্রশাসনিক পরিচয় স্যার গ্রুপ গঠন করে বিবিধ অপরাধ করে এবং আমার দায়ের করা মামলার সাক্ষী গনকে সাক্ষ্য না দিতে বলে।এ বিষয়ের ফলো করে এবং আমার পিছনে বিভিন্ন শ্রেণী ও পেশার লাগিয়ে সামাজিক পরিসরে রাজনৈতিক তথ্য বিভ্রান্তি ও চক্রান্ত করে আসে।তারই সাথে সংযুক্ত হয় আমার এলাকার আজেবাজে লোকজন একটি পর্যায়ে লোকজন তাহারা প্রশাসনের পরিচিতি হামলার ভয় ভীতি সহ একবার আমাকে গুম করার চেষ্টা করে। অতঃপর আমি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কে অবহিত করিয়া সংবাদ সম্মেলন করি। উক্ত সংবাদ সম্মেলনে প্রকাশিত সংবাদ স্থানীয় ও জাতীয় অনলাইন পত্রিকাতে প্রকাশিত হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়।উক্ত সংবাদ সম্মেলনে বিষয়টি জনগণও জানতে পারে। রানা প্রকাশ সাইবার আইটি রানা(৩৬) পিতা: অজ্ঞাত,সাং-ধর্মপুর,(ডিগ্রী কলেজ সংলগ্ন),থানা কোতোয়ালি মডেল জেলা কুমিল্লা, তিনি এসে সরাসরি আমাকে হুমকি এবং চাঁদা দাবি করে।অতঃপর তারা আমার ফেসবুক আইডি হ্যাক করে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ও ইমু নাম্বার ক্লোমিং করে অশ্লীল ছবি এবং আপত্তিকর ভিডিও যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল করে এবং উক্ত 01 342713812 মোবাইল নাম্বার থেকে কল ও বার্তা পাঠিয়ে হুমকি দেয় এবং পেশী শক্তি ও রাজনৈতিক শক্তি প্রদর্শন করিয়া হুমকি দেয় মামলা মোকদ্দমা দিয়ে হয়রানির হুমকি দেয়।তাছাড়াও বাসায় থাকা পানির টাংকিতে বিষ প্রয়োগে আমিও আমার পরিবারকে হত্যার হুমকি দেয়।এছাড়াও আমার হ্যাকিং হয়ে যাওয়া ফেসবুক আইডি MAWDUD ABDULLAH SHUBRO, 01 342713812, 01971073584(4/8/2024,রবিবার),01704272961,(13/9/24,রবিবার), (16/9/2024,বুধবার),সদ্য 01342713812(15/7/2025,মঙ্গলবার)থেকে শুরু করে অদ্যবধি চলমান সহ বিভিন্ন মোবাইল নাম্বার ও ইন্টারনেট নাম্বার থেকে বার্তা পাঠিয়ে তারা জানায় যে আমার চাঁদা দেয়ার সময় শেষ তাহারা আমার ছবি AI প্রযুক্তির মাধ্যমে আমার ও আমার পরিবারের সদস্যদের ছবি অশ্লীল অভয়ব দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়া আমাকে ও আমার পরিবারকে হেও পতিপন্ন করিবে। তৎ পরবর্তীতে প্রায় বিভিন্ন সময় আমার সার্বিক ক্ষতির লক্ষ্যে মোটর বাইক মহড়া নাম্বার প্লেটবিহীন নারী পুরুষ সিন্ডিকেট অস্ত্র সস্ত্র সহ বিভিন্ন ছদ্মবেশে এমন কি মিথ্যা প্রশাসনের ছদ্মবেশী তাদের অনৈতিক আর্থিক চাহিদা বা চাদাবাজির করার লক্ষ্যে প্রতিনিয়ত এবং সরাসরি বেশ কয়েকবার হুমকি ধমকি দেয়।যেটা সংলিস্ট প্রশাসনকে জানানো হয়।প্রশাসন ইতিমধ্যে মওদুদ আব্দুল্লাহ কে এই ব্যাপারে আইনি পরামর্শ প্রদান করে।অত:পর শুক্রবার ০৯ আগস্ট, ২০২৫ ইং উক্ত চক্রটি পূর্ব হতে চাদার টাকা না পাওয়া আল্টিমেটাম দেয় আগামী দিন সহ আগামী রবিবারে মামলা হামলা এবং ১২ দিন পরে মামলা হামলায় তারা ক্ষমতার আধিপত্য দেখিয়ে চাঁদার টাকা এবং মামলা প্রত্যাহার না করা করলে তাদের মিথ্যা মামলায় পুলিশ রিমান্ডে এনে টর্চার করিয়ে মেরে ফেলবে এবং পরবর্তীতে যে কোন মুহুর্তে নাশকতা,কিডন্যাপ,মিথ্যা মামলা মোকাদ্দমা জড়িয়ে সম্মান ক্ষুন্ন করে অপুরনীয় ক্ষতি সহ গুম খুন হত্যা করার অগ্রিম আল্টিমেটাম দেয়।এই বিষয়ে তারা সুনিশ্চিত করবে বলে পরিস্কার বলে দেয়।তাছাড়াও তারা বিভিন্ন অপরাধ জগত ও বিভিন্ন হত্যা মামলার আসামীদের কে নিয়ে গ্রুপ গঠন করে নারী পুরুষ সিন্ডিকেট চলাফেরা করে বলে সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র সহ অনেকেই এই ধরনের বিরাট অপরাধী ও একাধিক খুনের মামলার জামিন প্রাপ্ত আসামী যারা চুক্তিতে বিভিন্ন সময়ে বিভিন্ন ছদ্মবেশে এবং প্রশাসনের ছদ্মবেশ ধারন করেও মানুষ কে যে কোন সময় প্রশাসনের রুপ ধারন করে তুলে নিয়ে গিয়ে দেখা যায় তাদের চুক্তি অনুযায়ী কাজ না হলে মেরে লাশ গুম করে ফেলে অথবা ভালো মানুষকেও বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে মিথ্যা মামলা হামলা দিয়ে পুলিশ প্রশাসন অন্যান্য প্রশাসন মিথ্যা মামলায় হয়রানি করে টাকা হাতিয়ে নেয় এই রকম চক্রের কথা কুমিল্লা নগরীর অনেক মানুষ বলেন আবার তারা অপরাধ করতে গিয়ে আশপাশের অজ্ঞাতনামা লোকজন ঘোরাফেরা করতেছে। আমি উক্ত অবস্থায় মারাত্মক শঙ্কিত অবস্থায় আছি। বর্ণিত বিষয়ে সকল প্রমাণাদি আমার মোবাইল ফোনে সংরক্ষিত আছে। অতএব উক্ত বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে দায়ের করেছি।
উক্ত মামলার বিষয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম জানায়,এই সমস্ত অপরাধে অভিযুক্ত আসামীরা সমাজে বিভিন্ন প্রতারনামুলক অপরাধ করে আসছে মানুষের কাছে চাদাবাজি বা কোন অনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য এই অপরাধী চক্র বিভিন্ন প্রতারনার আশ্রয়ে সক্রিয় ভুমিকা রাখছে বিভিন্ন ভদ্র এলাকায় ভদ্র মানুষদের ভাড়া বাসায় এমন টা হচ্ছে এবং অনেকে এই ধরনের অপরাধী বাসা ভাড়া নিয়েও এমন কাজ করছে। এই ব্যাপারে পুলিশ প্রশাসন এই ধরনের সকল অপরাধে পারদর্শী চক্রকে গ্রেপ্তার করে তার সাথে পুলিশ প্রশাসন পক্ষ থেকে ও বলা হয় মালিক পক্ষের কাছে কাউকে ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়া দের জাতীয় পরিচয় পত্র সহ পেশাগত কাজের পরিচয় পত্র ” মালিক ভাড়াটিয়া তথ্য ফরম ” ফিলআপ করে অবশ্যই থানাকে অবগত করা উচিৎ। এতে পাড়া মহল্লা বাসী সকলেই নিরাপদ থাকবে এবং আইন শৃঙ্খলা উন্নয়ন হবে এই ধরনের অপরাধে অভিযুক্ত অপরাধী আইনের আওতায় আনা যাবে।
অত:পর সাংবাদিক ও পেশাজীবি মওদুদ আব্দুল্লাহ বিষয়ে বলেন তিনি উচ্চ শিক্ষিত ও ভালো মানের সাংবাদিক ও পেশাজীবি। তার দায়ের করা অপরাধে অভিযুক্ত ব্যক্তি বিশেষ সহ অপরাধ কাজে জড়িত আছে এই ব্যাপারে সুনির্দিষ্ট ভাবে থানায় জি আর মামলা -৪১/৮৫০ তারিখ:-১৪.১১.২০২৪ ইং দায়ের করা আছে।আসামীদের সহ আসামিদের পরোক্ষ ইন্ধনদাতা ও আশ্রয়দাতাদের ভিতরে কিছু রয়েছে সাইবার অপরাধে অভিযুক্ত বলে প্রমানিত হয়েছে এই বিষয়ে থানায় মামলা চলমান আছে।তার উক্ত দায়ের করা অপরাধে অপরাধী মামলার আসামীগন দের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।এই অপরাধী বড় অপরাধী তাদের নামে তার মামলা ছাড়াও একাধিক মামলা আগে থেকে রয়েছে।।এই বিষয়ক মামলার আসামী সহ আসামীদের অপরাধের ইন্ধনদাতা ও আশ্রয়দাতাদের আইন অনুযায়ী তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই মামলার আসামী ও অপরাধের ইন্ধনদাতা যারা ধারাবাহিক অপরাধ করে আসছে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন সকল সময়ে হার্ড লাইনে থাকবে।