নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গাজীপুরে সংঘবদ্ধ সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধনে সাংবাদিক সুরক্ষা আইনের দাবি তোলেন বিএমইউজে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন।
শনিবার (০৯ আগস্ট ২০২৫) বিকাল ৩টায় আয়োজিত মানববন্ধনে অংশ নেন চট্টগ্রামের স্বনামধন্য বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় তারা গাজীপুর জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংবাদিক তুহিন হত্যাকারীদের এত তাড়াতাড়ি গ্রেপ্তার দেখানোর জন্য।
উক্ত মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) এর সাথে একত্রতা পোষণ করে পৃথক আরেক ব্যানারে অংশগ্রহণ করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি নামক আরেক সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।
দুই সংগঠনের একই দাবি হত্যাকারীদের শুধু গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
মানববন্ধনে বক্তারা বলেন,”দেশের একজন পেশাদার সাংবাদিককে প্রকাশ্যে হত্যা করার মানে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের উপর সরাসরি আঘাত। শুধু আসামিদের গ্রেপ্তার দেখালে হবে না আমরা এ ঘটনার দ্রুত বিচার চাই।”এবং অপরাধীদের এমন শাস্তি প্রদান করা হোক যাতে ভবিষ্যতে অপরাধীরা, এ রকম অপরাধ করতে গা শিওরে ওঠে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) এর জেলা শাখার কার্যনির্বাহী সদস্য জহিরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সোহাগ আরেফিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন,চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ন কবির রাব্বি, সহ-সভাপতি রুমেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল শিকদার, যুগ্ন সাধারন সম্পাদক মাজারুল ইসলাম রানা, ও রিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন বিপ্লব, ও সহ সংগঠনিক সম্পাদক নুরুল আমিন সোহেল, অর্থ ও দপ্তর সম্পাদক মোঃ মাসুদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মনির হোসেন, কার্যনির্বাহী সদস্য নাসির উদ্দিন লিটন, ও কার্যনির্বাহী সদস্য বিল্লাল হোসেন।
উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন , দৈনিক সকালের সময় পত্রিকা চট্টগ্রাম ব্যুরো এস এম পিন্টু, স্বাধীন সংবাদ পত্রিকার সহ-সম্পাদক নুরুল আফসার তৌহিদ, উপ সম্পাদক বেলাল উদ্দিন, প্রতিদিনের কাগজের চট্টগ্রাম ব্যুরো প্রধান মনির হোসেন, উপ সম্পাদক মোঃ জুয়েল, স্টাফ রিপোর্টার নূরনবী, ২৪ টিভির জামাল উদ্দিন জাহেদ, চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ এর রেবেকা সুলতানা রেখা চৌধুরী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান তৈয়ব চৌধুরী, যুগ্ম মহাসচিব আনিসুর রহমান, সহ সাংগঠনিক রায়হান হোসাইন, মোঃ জোবায়ের এছাড়াও উপস্থিত সাংবাদিকদের মধ্যে আরো ছিলেন সাংবাদিক রাজীব সাংবাদিক মোস্তাফিজ সহ প্রমুখ।
সাংবাদিক নেতা সোহাগ আরেফিন বলেন, সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। লেখনীর মাধ্যমে সাংবাদিকরা সত্য উদ্ঘাটন, দুর্নীতি উন্মোচন ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে। তবে আমাদের দেশে সাংবাদিকদের কাজের ক্ষেত্রটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সাংবাদিকরা অনেক ধরনের হুমকি, হত্যা, হেনস্তা এবং শারীরিক আক্রমণের শিকার হচ্ছে। এতে সাংবাদিকদের কাজ করা কঠিন হয়ে পড়ছে। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে একটি শক্তিশালী এবং কার্যকর আইন প্রণয়ন করা অত্যন্ত জরুরি।
তিনি আরো বলেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
যদি এ ঘটনার বিচার না হয়, তাহলে সারাদেশের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে বাধ্য হবে। এ হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত বিভিন্ন স্থানে ধারাবাহিক কর্মসূচি চলবে।