শিরোনাম
স্বাধীনতার পক্ষে-বিপক্ষে বক্তব্য দিয়ে জাতিকে আর বিভক্ত করা যাবে না: সালাহউদ্দিন আহমদ সারাদেশে টিসিবির ভ্রাম্যমাণ পণ্য বিক্রয় কার্যক্রম শুরু রোববার এবার গাজীপুরে ব্রিজের নিচে মিলল নারীর লাশ গাজীপুরে সাংবাদিক হত্যা: ১৫ দিনের মধ্যে চার্জশিটের আশ্বাস জিএমপি কমিশনারের জাতীয় বিশ্ববিদ্যালয় ও NUSDF-এর মধ্যে দক্ষতা উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর তরুণরাই পারে সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় দূরে করতে— বিএনপি নেতা মির্জা জামান সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সিআরএ’র মানববন্ধন গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ দায়ের করা মামলা প্রত্যাহার করতে আল্টিমেটাম,পরিবার ও নিজ নিরাপত্তায় থানায় সাধারন ডায়েরি সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় তেকসাস’র নিন্দা ও প্রতিবাদ

সারাদেশে টিসিবির ভ্রাম্যমাণ পণ্য বিক্রয় কার্যক্রম শুরু রোববার

S M Rashed Hassan

দেশপত্র ডেস্কঃ
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রোববার (১০ আগস্ট) থেকে সারাদেশে সাশ্রয়ী মূল্যে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

শনিবার (৯ আগস্ট) টিসিবির উপপরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মাঝে নিয়মিত ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, চিনি ও মশুর ডাল বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি সাধারণ ভোক্তাদের জন্যও ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এই পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৯ আগস্ট) টিসিবির উপপরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ৩০ দিন (শুক্রবার ব্যতীত) এই কার্যক্রম চলবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা মহানগরীতে ৬০টি, চট্টগ্রাম মহানগরীতে ২৫টি, গাজীপুর মহানগরীতে ছয়টি, কুমিল্লা মহানগরীতে তিনটি এবং ঢাকা জেলায় আটটি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুর জেলায় চারটি, পটুয়াখালী জেলায় পাঁচটি ও বাগেরহাট জেলায় পাঁচটি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে প্রতিদিন সাধারণ মানুষের নিকট টিসিবির পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ট্রাক থেকে দৈনিক ৫০০ জন ভোক্তা পণ্য কিনতে পারবেন।

যেকোনো ভোক্তা এই ট্রাক থেকে ভোজ্যতেল ২ লিটার ২৩০ টাকায়, চিনি ১ কেজি ৮০ টাকায় এবং মশুর ডাল ২ কেজি ১৪০ টাকায় ক্রয় করতে পারবেন। স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের জন্য পূর্বের মূল্য বহাল থাকবে।

এই কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষও সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবে বলে আশা প্রকাশ করেছে টিসিবি।

Leave a Reply